কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে আগামীকাল বুধবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে পর্যটক যাতায়াতের জন্য প্রায় ছয় মাস পর জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমদের নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল ‘বার আউলিয়া’ নামের একটি জাহাজে করে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।
কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সহসভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, গত বছর পর্যটন মৌসুমের শুরু থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নাফ নদীর নাব্যতা সংকটের কারণে জাহাজ চলাচল বন্ধ ছিল। এ বছর মৌসুমের শুরুতেই জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় পর্যটন শিল্পে চাঙা ভাব ফিরে আসবে।
অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আগামীকাল বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে কক্সবাজারে সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভ্যালের আয়োজন রয়েছে। এ সময়ে পড়েছে তিন দিনের সরকারি ছুটি। তিন দিনের ছুটিতে লাখো পর্যটক কক্সবাজার বেড়াতে আসবেন। এর অংশ হিসেবে আগামীকাল বুধবার টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, পর্যবেক্ষক দলটি দুই পাড়ের জেটিঘাট, নাফ নদীর নাব্যতাসহ নানা দিক খতিয়ে দেখেছে। এর আগে চলতি বছরের ২০ মার্চের পর এই পথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।
পর্যবেক্ষণ দলে ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব রায়হান উদ্দিন আহমেদ, পর্যটন উদ্যোক্তা তৌহিদুল ইসলাম তোহা, ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম প্রমুখ।
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে আগামীকাল বুধবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে পর্যটক যাতায়াতের জন্য প্রায় ছয় মাস পর জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমদের নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল ‘বার আউলিয়া’ নামের একটি জাহাজে করে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।
কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সহসভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, গত বছর পর্যটন মৌসুমের শুরু থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নাফ নদীর নাব্যতা সংকটের কারণে জাহাজ চলাচল বন্ধ ছিল। এ বছর মৌসুমের শুরুতেই জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় পর্যটন শিল্পে চাঙা ভাব ফিরে আসবে।
অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আগামীকাল বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে কক্সবাজারে সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভ্যালের আয়োজন রয়েছে। এ সময়ে পড়েছে তিন দিনের সরকারি ছুটি। তিন দিনের ছুটিতে লাখো পর্যটক কক্সবাজার বেড়াতে আসবেন। এর অংশ হিসেবে আগামীকাল বুধবার টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, পর্যবেক্ষক দলটি দুই পাড়ের জেটিঘাট, নাফ নদীর নাব্যতাসহ নানা দিক খতিয়ে দেখেছে। এর আগে চলতি বছরের ২০ মার্চের পর এই পথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।
পর্যবেক্ষণ দলে ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব রায়হান উদ্দিন আহমেদ, পর্যটন উদ্যোক্তা তৌহিদুল ইসলাম তোহা, ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম প্রমুখ।
রংপুর মহানগরের হারাগাছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন শাহকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বধু কমলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৬ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, ‘মার্চের মাঝামাঝি সময়ে সংবিধান চূড়ান্ত করে খুব দ্রুত নির্বাচন কমিশন নিয়োগ দেব। নির্বাচন কমিশন হল এবং বিভাগগুলোর সহায়তায় ভোটার তালিকা ঠিক করবে এবং রোডম্যাপ ঘোষণা করবে
১২ মিনিট আগেসাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাঁর পরিবারের সদস্য ও স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংকের ২৭টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১৩ মিনিট আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা পাঁচ দফার দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। গত রোববার দুপুর ১২টা থেকে তাঁরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। আজ মঙ্গলবারও তা অব্যাহত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা।
১৫ মিনিট আগে