Ajker Patrika

দোকানিকে ব্যস্ত রেখে ক্যাশ থেকে টাকা চুরি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দোকানিকে ব্যস্ত রেখে ক্যাশ থেকে টাকা চুরি, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে আকবরশাহ এলাকায় ফ্লেক্সিলোডের দোকানিকে ব্যস্ত রেখে ক্যাশ বাক্স থেকে ৪৭ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বাকলিয়া তুলাতলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী থানার আবু বক্কর ওরফে খাইরুল (২৮), বাকলিয়া বাস্তুহারা কলোনির জসিম উদ্দিন (২৫) ও কুমিল্লা মুরাদনগর থানার মো. বাহাদুর (৩১)। এরা সবাই বর্তমানে বাকলিয়া থানা এলাকায় থাকেন।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মঙ্গলবার বলেন, সোমবার সকালে আকবরশাহ থানার কর্ণেলহাট এলাকায় অজ্ঞাতনামা কিছু লোক ফ্লেক্সিলোড করতে আসেন। এ সময় দোকানিকে ব্যস্ত রেখে তাঁরা ক্যাশ বাক্স থেকে ৪৭ হাজার টাকা চুরি করে নিয়ে যান।

এই ঘটনায় থানায় একটি মামলা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চুরির ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ওসি বলেন, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় চুরি, দস্যুতা ও মারামারির মামলা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত