Ajker Patrika

আটকের ২৮ দিনের মাথায় কারাগারে বিএনপি নেতার মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৫: ০৪
আটকের ২৮ দিনের মাথায় কারাগারে বিএনপি নেতার মৃত্যু

মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ফকির আহমদ (৬০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকার ২৮ দিনের মাথায় তাঁর মৃত্যু হলো। উপজেলা বিএনপির সদস্যসচিব সালাউদ্দিন সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

কারা সূত্রের বরাতে সালাউদ্দিন সেলিম জানান, সোমবার রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষ করে মেডিকেল থেকে মরদেহ বাড়িতে এনে পারিবারিকভাবে জানাজার সময় জানানো হবে। 

গত ১৮ অক্টোবর হাটহাজারীতে মন্দির ভাঙচুর ও সহিংসতার মামলায় মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ফকির আহমেদসহ তিনজনকে মিরসরাই থানার পুলিশ আটক করে চালান করে দেয়। এরপর থেকেই ফকির আহমদ কারাগারে ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হলো। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। 

ফকির আহমদের মৃত্যুতে এক শোক বিবৃতি দিয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এতে বলা হয়, শান্তির জনপদ মিরসরাইয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা উসকানি ছাড়া সব মামলায় জামিনে থাকার পরও মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ফকির আহমেদ, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, মিরসরাই পৌরসভার নাজিরপাড়া ওয়ার্ডের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করে মিরসরাই থানার পুলিশ। এমন ন্যক্কারজনক মিথ্যা মামলায় আটকের ২৮ দিন পর জেল থেকে বিএনপি নেতার লাশ হয়ে ফিরে আসার দায়ভার পুলিশ প্রশাসনকে নিতে হবে। প্রশাসনকে এ ধরনের দলীয় লেজুড়বৃত্তিক গায়েবি মামলা সাজানোর কাজে নিয়োজিত উল্লেখ করে ধিক্কার জানানো হয়। 

যৌথভাবে এই বিবৃতি দেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আমিন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সদস্যসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত