Ajker Patrika

শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে না পারলে আপনি-আমি কোথায় যাব: সুবর্ণচর আ.লীগ সভাপতি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২৩, ১৬: ১৭
শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে না পারলে আপনি-আমি কোথায় যাব: সুবর্ণচর আ.লীগ সভাপতি

‘আগামী নির্বাচনে যেকোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। তা না হলে কোথায় আপনি যাবেন, কোথায় আমি যাব, কোথায় এমপি যাবে—কাউকে খুঁজে পাওয়া যাবে না। জামায়াত-বিএনপি যদি ক্ষমতায় আসে, ১ কোটি লোককে ওরা মেরে ফেলবে।’ 

গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন এসব কথা বলেন। 

বাহার উদ্দিন খেলন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্পিকার আবদুল মালেক উকিলের ছোট ছেলে। বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ছিলেন। 

বাহার উদ্দিন খেলন বলেন, সামনে নির্বাচন, আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যাই। আমরা একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি না করি। জামায়াত-বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, ১ কোটি লোককে ওরা মেরে ফেলবে। আর কোনো দিন এখানে আওয়ামী লীগের কথা বলা যাবে না। আজকে তারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। এর আগেও ২১ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু গরিব মানুষের দোয়ায় শেখ হাসিনা বারবার ফিরে এসেছেন, ফিরে আসবেন।

উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুল চৌধুরীর সঞ্চালনায় সহসভাপতি মো. মিজানুর রহমান দীপকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান দিপক, চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার ডিপটি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জাবেদ। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো. আবুল বাসার, সহসাধারণ সম্পাদক বাহার চৌধুরী, সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নিপু, চর জব্বার ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, আওয়ামী লীগ নেতা বাবলু চৌধুরী, চরজুবলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন বাবলু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত