Ajker Patrika

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে তরুণ নিহত, আহত ১

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ১৯ জুন ২০২৩, ১৯: ৫৩
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে তরুণ নিহত, আহত ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে ইমান হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার সকালে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। 

নিহত ইমান বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক-এফ/১৪ ব্লকের বাসিন্দা সিরাজ হোসেনের ছেলে। আহত ব্যক্তি একই ক্যাম্পের এফ/১৭ ব্লকের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ নুর (৪৭)। 

গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘আজ সকালে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন মারা গেছেন। তবে কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।’ 

এদিকে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসওর লোকজন গোলাগুলির ঘটনা ঘটিয়েছে বলে দাবি ক্যাম্পের লোকজনের।

ক্যাম্পের বাসিন্দাদের থেকে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮ ওয়েস্টের এ/১৪ ও ১৫ ব্লকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এতে উভয় গ্রুপ আনুমানিক ২০-২৫টি গুলি ছোড়ে। এ সময় ইমান ও মোহাম্মদ নুর গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে ক্যাম্প-৯-এর আইএমও হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইমানের মৃত্যু হয়। মোহাম্মদ নুর ওই হাসপাতালে চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত