Ajker Patrika

কৃষিজমি থেকে মাটি উত্তোলন, ৩ জনের জেল-জরিমানা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৪: ০৫
কৃষিজমি থেকে মাটি উত্তোলন, ৩ জনের জেল-জরিমানা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে খননযন্ত্র দিয়ে কৃষিজমি থেকে মাটি উত্তোলন করায় দুজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া এসব মাটি কেনার অভিযোগে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চান্দলা ইউনিয়নের খলিফাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. নাজমুল হাসান ও মো. মাঈন উদ্দিন। তাঁরা উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই গ্রামের বাসিন্দা। এ ছাড়া অর্থদণ্ডপ্রাপ্ত আনাছ বিন ফারুক উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা গ্রামের বাসিন্দা। 

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। এ ছাড়া উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দীনসহ ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল সহযোগিতা করে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এসব মাটি কেনার অভিযোগে আরেক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ইউএনও স ম আজহারুল ইসলাম আরও বলেন, ‘অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। খবর পেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত