Ajker Patrika

ডুমুরিয়ায় চুরির অভিযোগে গণধোলাইয়ে একজনের মৃত্যু

প্রতিনিধি
ডুমুরিয়ায় চুরির অভিযোগে গণধোলাইয়ে একজনের মৃত্যু

ডুমুরিয়া (খুলনা): খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ভ্যান চুরির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। নিহত মো. হাফিজুর রহমান গাজী (৪৫) খুলনার ডুমুরিয়া উপজেলার টপিনা গ্রামের মো. আলতাফ হোসেন গাজীর ছেলে। সোমবার (২৪ মে) গভীর রাতে টপিনা গ্রামের আজিত গাজীর ভ্যান চুরি করে নিয়ে যাওয়ায় পথে বরুনা বাজারে ধরা পড়লে তাঁকে গণপিটুনি দেওয়া হয়।

জানা যায়, এলাকার লোকজন হাফিজুরকে মারধর করে পা ভেঙে দেয় ও শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। পরে তাঁকে টপিনা বালিয়াখালী সেতুর পূর্ব পাশে হাবিবুল্লা গাজীর চায়ের দোকানের সামনে ফেলে রেখে যায়।

সকালে স্থানীয় ইউপি সদস্য মো. মহসিন এবং হাফিজুর রহমান গাজীর ভাই মফিজুল ইসলাম গাজী মিলে হাফিজুরকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সকাল সাড়ে ৮টায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডুমুরিয়া থানায় ওসি ওবাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, হাফিজুর রহমান রাতে ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার পথে বরুনা বাজারে ধরা পড়লে তাঁকে গণধোলাই দিয়ে হাবিবুল্লা গাজীর দোকানের সামনে রেখে যায়।

এ ঘটনায় ডুমুরিয়া থানা-পুলিশ লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত