Ajker Patrika

কবিরহাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৩, ১৩: ০৫
কবিরহাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিনের বিরুদ্ধে ঝাড়ুমিছিল করেছেন এলাকাবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ, চেয়ারম্যান মিথ্যা মামলা দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিক উল্লাহসহ কয়েকটি নিরীহ ছেলেকে হয়রানি করছেন। তাঁর দায়ের করা একটি মামলায় ইতিমধ্যে তিনজন নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে চাপরাশিরহাট বাজারের শেখ রাসেল স্মৃতি সংসদের সামনে থেকে ঝাড়ুমিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শেখ রাসেল স্মৃতি সংসদের সামনে গিয়ে শেষ হয়। পরে ওই স্থানে একটি বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিনের মেয়েকে ইভটিজিং এবং তাঁর ছেলেকে মারধর করা হয়েছে এমন অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করে কিছু নিরীহ মানুষকে হয়রানি করছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি সামান্য একটি বিষয়কে বড় করেছেন। আমরা চাই দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে নেবেন তিনি।’

বক্তারা আরও বলেন, ‘ইতিমধ্যে সাহাব উদ্দিন চেয়ারম্যানের ছেলের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত নিরীহ দীপুর বাবা বাদী হয়ে কবিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি, অতি দ্রুত দীপুর ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।’

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক আজকের পত্রিকাকে জানান, সাহাব উদ্দিন চেয়ারম্যান মারামারির ঘটনায় একটি মামলা করেছেন। সেই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ভাতিজি বাদী হয়ে একটি ইভটিজিং মামলা দায়ের করেছেন। এ ছাড়া দীপুর বাবার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। সেটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত