Ajker Patrika

বন্ড সুবিধার অপব্যবহার: ফোর এইচ গ্রুপের বিপুল পরিমাণ পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১২: ০৫
বন্ড সুবিধার অপব্যবহার: ফোর এইচ গ্রুপের বিপুল পরিমাণ পণ্য জব্দ

অবৈধভাবে মজুত করার দায়ে ফোর এইচ গ্রুপের একটি বন্ডেড ওয়্যারহাউস থেকে বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দকৃত কাপড়গুলো তিনটি কাভার্ড ভ্যানে করে কাস্টমসের নিলাম শেডে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শুল্ক কর্মকর্তারা।

রোববার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকার একটি গুদাম থেকে এসব পণ্য জব্দ করা হয়। 

তবে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এসব পণ্যে ইনভেন্ট্রি করা হয়নি। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জব্দকৃত পণ্যের মধ্যে তিনটি কাভার্ড ভ্যানে বিভিন্ন ধরনের কাপড় রয়েছে। জব্দকৃত কাপড়ের পরিমাণ আনুমানিক ৪০ থেকে ৫০ মেট্রিক টন। 

শুল্ক গোয়েন্দার চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা জানান, রপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা অন্তত ১০০ টন কাঁচামাল (নিট ফেব্রিকস) খোলাবাজারে বিক্রি করার উদ্দেশ্যে এখানে জড়ো করা হয়েছিল। এসব পণ্য কয়েক হাজার বস্তায় রাখার কারণে ইনভেনটরি করতে বিলম্ব হচ্ছে। 

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম কার্যালয়ের যুগ্ম-পরিচালক সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে ফোর এইচ গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের পণ্য রপ্তানি না করে এখানে এনে জমা করা হয়েছিল। আইন অনুযায়ী বন্ডেড প্রতিষ্ঠানের গুদামে অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য রাখার সুযোগ নাই।’ 

সাইফুর রহমান আরও বলেন, ‘এ ঘটনায় কী পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। এসব পণ্য ইনভেনটরি ও নথিপত্র যাচাই করতে দুই-তিন দিন সময় লাগবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ইতিমধ্যে তিনটা কাভার্ড ভ্যানে পণ্য তোলা হচ্ছে এবং আরও চারটি কাভার্ড ভ্যানে এনে এসব পণ্য কাস্টমস নিলাম শেডে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানান সাইফুর রহমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত