Ajker Patrika

চট্টগ্রামে কারাবন্দী সাবেক চেয়ারম্যান আরও ৩ মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৩০
চট্টগ্রামে কারাবন্দী সাবেক চেয়ারম্যান আরও ৩ মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতার ঘটনায় কারাবন্দী সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনকে আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহার এ আদেশ দেন।

জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

পিপি শেখ ইফতেখার বলেন, গত বছরের ৭ ফেব্রুয়ারি সপ্তম ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে মোট দশটি মামলা হয়। সব কটিতেই সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে আসামি করা হয়। এসব মামলায় তাঁর বিরুদ্ধে রয়েছে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা।’

তিনি আরও বলেন, ‘গত রোববার সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

আদালত সূত্রে জানা গেছে, গত বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় একটি কেন্দ্রের বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত