Ajker Patrika

রামগড়ে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৫: ০১
রামগড়ে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে গাছের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরের নাম এমদাদুল ইসলাম আবীর (১৪)। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় পৌরসভার তৈছালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আবীর রামগড় পৌরসভার ৬ নং ওয়ার্ডের মৃত অলি আহম্মেদের ছোট ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আবীরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রেমিকার ওপর অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ শামীম জানান, বেশ কিছুদিন ধরে ফেসবুকে এক কিশোরীর সঙ্গে আবীরের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তার প্রেমের খবর পরিবারে জানাজানি হয়। পরবর্তীতে পরিবার মেনে না নেওয়ায় তার প্রেমিকা সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। এতে হতাশাগ্রস্ত হয়ে অভিমানে সে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

আবীরের বড় ভাই শিহাব উদ্দিন বলেন, ‘আমার জানা মতে তার কোনো শত্রু ছিল না।’

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজিব কর জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনার সত্যতা জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত