সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
গুলিয়াখালি সৈকতে গোসলে নেমে চট্টগ্রামের সীতাকুণ্ডে মেহেদী হাসান নামে এক কিশোর নিখোঁজের খবর পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে ওই কিশোর তার এক বন্ধুকে নিয়ে সমুদ্রে গোসলে নামে। এ সময় জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যায় সে।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান শুরু করে। ঘটনার পর থেকে তারা দীর্ঘ সাত ঘণ্টা অভিযান চালালেও নিখোঁজ কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ মেহেদী হাসান (১৬) কুমিল্লা সদর দক্ষিণ থানার সাতরা এলাকার ওমর ফারুকের পুত্র ও কুমিল্লা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বাহার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে জানান, কুমিল্লা থেকে মেহেদী হাসানসহ ১৪ জনের একদল পর্যটক গুলিয়াখালি সমুদ্রসৈকতে ঘুরতে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে মেহেদী হাসান তার এক বন্ধুকে নিয়ে সমুদ্রে গোসল করতে নামে এবং জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যায়।
বিষয়টি তিনি জানার সঙ্গে সঙ্গে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস অফিসকে জানান। বেলা ১টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান শুরু করে। একপর্যায়ে বেলা সাড়ে ৩টায় সময় তাদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সীতাকুণ্ড থানা-পুলিশ। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অভিযান চালালেও এখনো নিখোঁজ কিশোরের খোঁজ মেলেনি।
চেয়ারম্যান রেজাউল করিম বাহার আরও জানান, পূর্ণিমার কারণে সমুদ্র উত্তাল রয়েছে। ফলে সমুদ্রের জোয়ারের কারণে ঢেউ বৃদ্ধি পাওয়ায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। তবে বিকেল সাড়ে ৫টার পর ভাটা পাড়ায় ঢেউ কিছুটা স্বাভাবিক হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, ‘পর্যটক (কিশোর) নিখোঁজের খবর পেয়ে তাঁদের ডুবুরি দলের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। উত্তাল সমুদ্রে একের পর এক আছড়ে পড়া বিশাল আকৃতির ঢেউয়ের কারণে উদ্ধার অভিযানে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। তাঁরা অভিযান চলমান রাখলেও এখনো নিখোঁজ পর্যটকের খোঁজ মেলেনি। তবে তাঁরা পর্যটককে উদ্ধারে চেষ্টা অব্যাহত রেখেছেন।’
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, সমুদ্রসৈকতে ঘুরতে আসা ১৪ পর্যটক দলের সবাই কুমিল্লা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে সমুদ্রে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হয়েছে পর্যটক মেহেদী। সে সাঁতার জানত না বলে জানিয়েছে তার বন্ধুরা। তাকে উদ্ধারে ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে।
গুলিয়াখালি সৈকতে গোসলে নেমে চট্টগ্রামের সীতাকুণ্ডে মেহেদী হাসান নামে এক কিশোর নিখোঁজের খবর পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে ওই কিশোর তার এক বন্ধুকে নিয়ে সমুদ্রে গোসলে নামে। এ সময় জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যায় সে।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান শুরু করে। ঘটনার পর থেকে তারা দীর্ঘ সাত ঘণ্টা অভিযান চালালেও নিখোঁজ কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ মেহেদী হাসান (১৬) কুমিল্লা সদর দক্ষিণ থানার সাতরা এলাকার ওমর ফারুকের পুত্র ও কুমিল্লা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বাহার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে জানান, কুমিল্লা থেকে মেহেদী হাসানসহ ১৪ জনের একদল পর্যটক গুলিয়াখালি সমুদ্রসৈকতে ঘুরতে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে মেহেদী হাসান তার এক বন্ধুকে নিয়ে সমুদ্রে গোসল করতে নামে এবং জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যায়।
বিষয়টি তিনি জানার সঙ্গে সঙ্গে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস অফিসকে জানান। বেলা ১টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান শুরু করে। একপর্যায়ে বেলা সাড়ে ৩টায় সময় তাদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সীতাকুণ্ড থানা-পুলিশ। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অভিযান চালালেও এখনো নিখোঁজ কিশোরের খোঁজ মেলেনি।
চেয়ারম্যান রেজাউল করিম বাহার আরও জানান, পূর্ণিমার কারণে সমুদ্র উত্তাল রয়েছে। ফলে সমুদ্রের জোয়ারের কারণে ঢেউ বৃদ্ধি পাওয়ায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। তবে বিকেল সাড়ে ৫টার পর ভাটা পাড়ায় ঢেউ কিছুটা স্বাভাবিক হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, ‘পর্যটক (কিশোর) নিখোঁজের খবর পেয়ে তাঁদের ডুবুরি দলের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। উত্তাল সমুদ্রে একের পর এক আছড়ে পড়া বিশাল আকৃতির ঢেউয়ের কারণে উদ্ধার অভিযানে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। তাঁরা অভিযান চলমান রাখলেও এখনো নিখোঁজ পর্যটকের খোঁজ মেলেনি। তবে তাঁরা পর্যটককে উদ্ধারে চেষ্টা অব্যাহত রেখেছেন।’
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, সমুদ্রসৈকতে ঘুরতে আসা ১৪ পর্যটক দলের সবাই কুমিল্লা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে সমুদ্রে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হয়েছে পর্যটক মেহেদী। সে সাঁতার জানত না বলে জানিয়েছে তার বন্ধুরা। তাকে উদ্ধারে ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
৩ ঘণ্টা আগে