Ajker Patrika

‘মাদক সেবনে বাধা’: কুমিল্লায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৩: ০৫
‘মাদক সেবনে বাধা’: কুমিল্লায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা 

কুমিল্লার চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে আবদুল মালেক (৫০) নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এলাকাবাসীকে উদ্ধৃত করে পুলিশ বলছে, মাদক সেবনে বাধা দেওয়ার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

গতকাল বুধবার রাতে শুভপুর ইউনিয়নের উনকুট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বাহারকে (২৬) আটক করা হয়। নিহত মালেক উনকুট গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃত করে পুলিশ জানায়, একই গ্রামের প্রবাসী কবির আহম্মেদের ছেলে বাহার কয়েক দিন আগে মাদক সেবনের জন্য আবদুল মালেকের দোকানের পেছনে খালি জায়গায় ঢুকতে চাইলে তিনি বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। তারই রেশ ধরে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার সময় সামনের শাটার নামানোর জন্য দোকান থেকে বের হলে আবদুল মালেকের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন বাহার। আবদুল মালেক চিৎকার শুরু করলে বাহার পালিয়ে যান। এ সময় বাজারের আশপাশে থাকা লোকজন এসে আবদুল মালেককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য রবিউল হোসেইন অপু জানান, কিছুদিন আগে বাহারকে মাদক সেবনে বাধা দেন আবদুল মালেক। বুধবার দোকান বন্ধ করার সময় বাহার ছুরিকাঘাত করেন তাঁকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রবিউল হোসেন জানান, বুধবার রাতে আবদুল মালেক নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে মাদক সেবনে বাধা দেওয়ার জেরে আবদুল মালেককে হত্যা করা হয়েছে। পুলিশ হাসপাতাল থেকে রাতে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাহারকে আটক করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত