Ajker Patrika

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামি মো. আব্দুস সাত্তার (৩০) কুমিল্লা জেলার মুরাদনগর থানার যাত্রাপুর এলাকার জনৈক মো. সুজত আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের খুলশী থানার টাঙ্কির পাহাড় এলাকার বাসিন্দা। 

মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, রায় শেষে আসামিকে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

আদালতসূত্র জানায়, ২০১৫ সালের ৪ আগস্ট সকাল সাড়ে নয়টার দিকে আসামি আব্দুস সাত্তার ট্যাঙ্কির পাহাড়ের ভাড়া বাসায় তাঁর স্ত্রী শাহেদা আক্তারকে (১৯) গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেন। পরে তাঁর ৯ মাস বয়সী মেয়েকে নিয়ে বাইরে চলে যান। ঘণ্টাখানেক পর ফিরে এসে তাঁর স্ত্রী আত্মহত্যা করেছে উল্লেখ করে কান্নাকাটি করতে থাকে। প্রতিবেশীরা স্থানীয় থানাকে খবর দিলে পুলিশ এসে আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সাত্তার তাঁর দোষ স্বীকার করে। 

এ ঘটনায় খুলশী থানার এসআই মো. শামসুর রহমান খুলশী থানায় মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ২০১৫ সালের ২৮ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০১৬ সালের ৪ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৭ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত