পাংশায় ৭ কেজি সোনাসহ আটক ৩ 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ১৬: ৪৪
আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৭: ০০

রাজবাড়ীর পাংশায় ৭ কেজি ৩০০ গ্রাম সোনাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক থেকে এই সোনা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বনগ্রামের নাহিদুল ইসলাম (২০), বাবুপাড়া ইউনিয়নের সাত্তার শেখ (৩৩) ও কুষ্টিয়ার খোকসা উপজেলার জহুরুল ইসলাম (৩৫)।

সোনাসহ তিনজন আটকের বিষয়টি আজ দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে পাংশা থানার পুলিশ নিয়মিত টহল শেষে ফেরার পথে চাঁদপুর এলাকায় একটি মোটরসাইকেলের তিন অরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁদের রোধ করে। এ সময় মোটরসাইকেলের আরোহীরা পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে তাঁদের আটকের পর জিজ্ঞাসাবাদে জানান, তিনটি সোনার বার তাঁরা ফেলে দিয়েছেন। তাঁদের তথ্য মতে সোনার বার তিনটি উদ্ধার করে পুলিশ। এরপর আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর নাহিদুল নামের একজনের জুতার নিচ থেকে পলিথিন দিয়ে মোড়ানো আরও সাতটি সোনার বার উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, উদ্ধার করা সোনার বারগুলো পাচারের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত