Ajker Patrika

সন্তানকে প্রগতিশীল উদার মানসিকতা নিয়ে বড় করুন: আইসিটি প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১০: ০৫
সন্তানকে প্রগতিশীল উদার মানসিকতা নিয়ে বড় করুন: আইসিটি প্রতিমন্ত্রী 

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বাবা-মায়ের উচিত সন্তানকে প্রগতিশীল, উদার, অসাম্প্রদায়িক মানসিকতা নিয়ে বড় করা। যেন সেই সন্তান ছেলে-মেয়ে, ধর্ম-বর্ণ বিভেদ করতে না শেখে। তাহলেই আমাদের কন্যাশিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে।’ 

আজ সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস সামনে রেখে সেভ দ্য চিলড্রেন আয়োজিত ‘রিডিফাইনিং গার্ল টক’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘আমার উপলব্ধি হয়েছে, কন্যাশিশুদের জন্য চারটি বিষয় নিশ্চিত করতে হবে। সেগুলো হলো মেয়েশিশুদের শিক্ষার সুযোগ তৈরি করা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও পরিপূর্ণ মর্যাদা নিশ্চিত করা। এগুলো নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।’  

এ সময় তিনি বিভিন্ন সংসদীয় আসনে স্থাপন করা স্কুল অব ফিউচার, যা কিনা প্রধানমন্ত্রী শিগগির উদ্বোধন করবেন, এমন ৩০০ স্কুলে সেভ দ্য চিলড্রেনের সহায়তায় একটি করে শিশুদের সংগঠন গড়ে তোলার আশ্বাস দেন। 

এ সময় আন্তর্জাতিক মেয়েদের অধিকার সমুন্নত রাখার প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেন জুনাইদ আহমেদ পলকসহ সাত বিশিষ্টজন। তাঁরা হলেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সিসমেন জাভেদ প্যাটেল, সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন কাউন্সেলর মারিয়া স্ট্রিডসমেন, বাংলাদেশে ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন রখুস, ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান শামীমা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান ম্যানেন। 

১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। এবারের কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’। কন্যাশিশুর দাবি ও অধিকার বোঝা এবং সে অনুযায়ী কাজ করার জন্য মেয়েদের এবং দায়িত্ব বাহকদের মধ্যে একটি প্ল্যাটফর্ম তৈরির সুবিধার্থে বাংলাদেশসহ বিশ্বব্যাপী দিনটি পালিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত