Ajker Patrika

অতিরিক্ত ফি আদায়: ঢাকার সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মে ২০২৩, ২০: ৫২
অতিরিক্ত ফি আদায়: ঢাকার সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ঢাকার সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানকে আগামী সাত কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত একাধিক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২২-এ নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করায় কেন পাঠদানের অনুমতি বাতিল করা হবে না, তা পত্র প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হলো।

জানতে চাইলে আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মোয়াজ্জেম হোসেন আরও বলেন, অভিযোগ পেলে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে জবাব চাওয়া হবে।

নোটিশ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, চেতনা মডেল একাডেমি, বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এস ও এস হারম্যান মেইনার কলেজ, গ্রিন ফিল্ড কলেজ এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত