Ajker Patrika

গাজীপুরে থানা থেকে খোয়া যাওয়া বিপুল অস্ত্র–সরঞ্জাম গুলি উদ্ধার করল সেনাবাহিনী

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ২২: ১৫
গাজীপুরে থানা থেকে খোয়া যাওয়া বিপুল অস্ত্র–সরঞ্জাম গুলি উদ্ধার করল সেনাবাহিনী

গাজীপুরের বিভিন্ন থানা থেকে ৫ আগস্টের পর লুট হওয়া তিনটি পিস্তল, পাঁচটি শটগানসহ বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সেগুলো জেলা প্রশাসকের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারা এসব অস্ত্র বুঝে নিয়েছেন।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব অস্ত্র, গুলি ও সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ঈলতুৎমিশ, গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনাসদস্যরা। অনেকে স্বেচ্ছায় কিছু অস্ত্র ও সরঞ্জাম সেনাবাহিনীকে দেন। ধারাবাহিক অভিযানে সেনাসদস্যরা তিনটি পিস্তল, পাঁচটি শটগান, একটি ওয়ালথার, ছয়টি ম্যাগাজিন, চারটি পিস্তল বক্স, একটি এসএমজি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড শটগানের গুলি, ২০ রাউন্ড বল অ্যামো, পুলিশের রায়ট সরঞ্জাম ১৫টি, পিস্তল বেল্ট ৫টিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।

বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম কারও কাছে থাকলে, বা কেউ পেয়ে থাকলে সেগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আহ্বান জানান জেলা প্রশাসক। তিনি আশ্বাস দিয়ে বলেন, এখন খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলে, কাউকে কিছু বলা হবে না, কারও বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। তবে যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে, তাঁকে অপরাধী বলে গণ্য করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত