নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কঠোর লকডাউনের পঞ্চম দিন রাজধানীর বনানীতে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে এমনটি দেখা গেছে। বনানীতে গিয়ে দেখা যায়, এয়ারপোর্টের দিক থেকে যেসব গাড়ি মহাখালীর দিকে যাচ্ছিল, চেকপোস্টের আগে সবগুলোকে আলাদা লেন করে থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়।
শুধু অ্যাম্বুলেন্সের চালকদের জিজ্ঞাসাবাদ না করেই ছেড়ে দিতে দেখা যায়। তবে অন্য গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সগুলোও নির্ধারিত লেন দিয়ে চেকপোস্ট পার হতে হয়। প্রতিটি গাড়ি থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরোহীদের পরিচয়পত্র যাচাই করা হয়। ফলে নৌবাহিনীর প্রধান কার্যালয়ের পর থেকে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বনানীর এই যানজটে আটকা পড়েন আমিনুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের দ্রুত হাসপাতালে যাওয়ার প্রয়োজন থাকলেও এখানে ২৫ মিনিট ধরে আটকা আছি। পুরো রাস্তা ব্লক হয়ে যাওয়ায় কোনোভাবেই সামনে আগানো যাচ্ছে না।’
কঠোর লকডাউনের মধ্যে সড়ক একেবারেই ফাঁকা থাকায় হাতে কম সময় নিয়ে মতিঝিলে যেতে মানিকদী বাজার এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বনানীতে এসে আটকে গেলাম। এখন অফিসে যেতে দেরি হয়ে যাবে। কঠোর লকডাউনের মধ্যেও এমন জ্যাম শুধু ঢাকাতেই দেখা সম্ভব।’
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন চলছে। এই সময় সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টরা পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারছেন। এবারের লকডাউন কার্যকরে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
কঠোর লকডাউনের পঞ্চম দিন রাজধানীর বনানীতে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে এমনটি দেখা গেছে। বনানীতে গিয়ে দেখা যায়, এয়ারপোর্টের দিক থেকে যেসব গাড়ি মহাখালীর দিকে যাচ্ছিল, চেকপোস্টের আগে সবগুলোকে আলাদা লেন করে থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়।
শুধু অ্যাম্বুলেন্সের চালকদের জিজ্ঞাসাবাদ না করেই ছেড়ে দিতে দেখা যায়। তবে অন্য গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সগুলোও নির্ধারিত লেন দিয়ে চেকপোস্ট পার হতে হয়। প্রতিটি গাড়ি থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরোহীদের পরিচয়পত্র যাচাই করা হয়। ফলে নৌবাহিনীর প্রধান কার্যালয়ের পর থেকে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বনানীর এই যানজটে আটকা পড়েন আমিনুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের দ্রুত হাসপাতালে যাওয়ার প্রয়োজন থাকলেও এখানে ২৫ মিনিট ধরে আটকা আছি। পুরো রাস্তা ব্লক হয়ে যাওয়ায় কোনোভাবেই সামনে আগানো যাচ্ছে না।’
কঠোর লকডাউনের মধ্যে সড়ক একেবারেই ফাঁকা থাকায় হাতে কম সময় নিয়ে মতিঝিলে যেতে মানিকদী বাজার এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বনানীতে এসে আটকে গেলাম। এখন অফিসে যেতে দেরি হয়ে যাবে। কঠোর লকডাউনের মধ্যেও এমন জ্যাম শুধু ঢাকাতেই দেখা সম্ভব।’
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন চলছে। এই সময় সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টরা পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারছেন। এবারের লকডাউন কার্যকরে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
১২ মিনিট আগেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে।
২২ মিনিট আগেযশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে...
৩৪ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দুজন হলেন টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া...
৩৯ মিনিট আগে