Ajker Patrika

রূপগঞ্জের চনপাড়ায় দুই পক্ষে গোলাগুলি, দিনমজুর গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১০ মে ২০২৩, ১৭: ৩২
রূপগঞ্জের চনপাড়ায় দুই পক্ষে গোলাগুলি, দিনমজুর গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই পক্ষে গোলাগুলির ঘটনায় সৈয়দ খান (৬৫) নামের এক দিনমজুর গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার বেলা ২টার দিকে রূপগঞ্জের চনপাড়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। বুকে গুলিবিদ্ধ সৈয়দ খানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ সৈয়দ খানের ছেলে জুলহাস খান বলেন, ‘আমাদের বাসা চনপাড়ায়। বাবা একজন দিনমজুর। এলাকায় ইটভাঙার কাজ করেন। দুপুরে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। চনপাড়া ২ নম্বর ওয়ার্ড এলাকায় তিনি গুলিবিদ্ধ হন।’

জুলহাস খান আরও বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নাল ও শমসের গ্রুপের মধ্যে দীর্ঘদিন গণ্ডগোল চলছে। আজও এলাকায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে আমার বাবা গুলিবিদ্ধ হন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘রূপগঞ্জের চনপাড়া এলাকায় গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়েছেন। বুকে গুলি লাগায় তাঁর অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত