রাজধানীর উত্তরায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত

ঢামেক প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৩: ০৬
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৪: ৩৫
ফাইল ছবি

রাজধানীর উত্তরার বাউনিয়া এলাকায় ছেলের ছুরিকাঘাতে মা দিনু বেগম (৪০) নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর সাড়ে ৬টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত দিনু বেগমের স্বামী নুরুল আমিন বলেন, তাঁদের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নালবাংগা গ্রামে। বাবার নাম মৃত আব্দুল আজিজ। বর্তমানে উত্তরার বাউনিয়া এলাকায় ভাড়া থাকেন। তিনি নিজে দিনমজুরের কাজ করেন। তাঁর স্ত্রী গৃহিণী ছিলেন।

তিনি বলেন, ‘ছেলে জিহাদ (২৫) কিছুই করে না। মাঝেমধ্যে টাকার জন্য মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করত। ভোরে স্ত্রী দিনু বেগমের চিৎকারে ঘুম ভাঙে। দেখতে পাই জিহাদ তার মাকে ছুরিকাঘাত করেছে। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। ঘটনার পরে জিহাদ পালিয়ে গেছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তরা থেকে ওই নারীকে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, ওই নারীর ছেলে ছুরিকাঘাত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত