গাজীপুর প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশে বর্তমানে অলিখিত বাকশাল চলছে। সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করে সংবাদপত্রের টুঁটি চেপে ধরেছে। এই কালো আইন প্রয়োগ করে সরকার সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে। আজ শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, সরকারের ভুল ধরিয়ে সমালোচনা করলে সংশোধনের সুযোগ সৃষ্টি হয়। কিন্তু সমালোচনা করলে এই সরকার এটিকে রাষ্ট্রদ্রোহী মনে করে। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির সংবাদ প্রকাশ করে প্রথম আলোর সাংবাদিক সরকারের ভুল ধরিয়ে দিয়েছিলেন। এ জন্য তাঁকে পুরস্কৃত করার দরকার ছিল। কিন্তু সরকার তা না করে তাঁকে রাতে বাসা থেকে তুলে নিয়ে জেলে নিক্ষেপ করেছে।
গণতন্ত্র পুনরুদ্ধার, ১০ দফা বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মঈন খান বলেন, সংবাদপত্র নিধন আওয়ামী লীগের অতীত ইতিহাস। তারা ’৭২-৭৫ সালে চারটি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। শহীদ জিয়া সততা ও শৃঙ্খলার নজির স্থাপন করেছিলেন, তৃতীয় বিশ্বের নেতাদের মধ্যে যা বিরল।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখলের পর আবার অলিখিতভাবে বাকশাল কায়েম করেছে। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে আন্দোলনের মাধ্যমে এই নব্য বাকশালকে বিদায় করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে জনগণের অধিকার আবার ফিরিয়ে দেওয়া হবে।
জেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নেতা কাজী সাইয়্যেদুল আলম বাবুল, কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান, ডা. মাজহারুল আলম, ওমর ফারুক সাফিন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, আবু তাহের মুসল্লি, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির প্রমুখ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশে বর্তমানে অলিখিত বাকশাল চলছে। সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করে সংবাদপত্রের টুঁটি চেপে ধরেছে। এই কালো আইন প্রয়োগ করে সরকার সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে। আজ শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, সরকারের ভুল ধরিয়ে সমালোচনা করলে সংশোধনের সুযোগ সৃষ্টি হয়। কিন্তু সমালোচনা করলে এই সরকার এটিকে রাষ্ট্রদ্রোহী মনে করে। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির সংবাদ প্রকাশ করে প্রথম আলোর সাংবাদিক সরকারের ভুল ধরিয়ে দিয়েছিলেন। এ জন্য তাঁকে পুরস্কৃত করার দরকার ছিল। কিন্তু সরকার তা না করে তাঁকে রাতে বাসা থেকে তুলে নিয়ে জেলে নিক্ষেপ করেছে।
গণতন্ত্র পুনরুদ্ধার, ১০ দফা বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মঈন খান বলেন, সংবাদপত্র নিধন আওয়ামী লীগের অতীত ইতিহাস। তারা ’৭২-৭৫ সালে চারটি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। শহীদ জিয়া সততা ও শৃঙ্খলার নজির স্থাপন করেছিলেন, তৃতীয় বিশ্বের নেতাদের মধ্যে যা বিরল।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখলের পর আবার অলিখিতভাবে বাকশাল কায়েম করেছে। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে আন্দোলনের মাধ্যমে এই নব্য বাকশালকে বিদায় করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে জনগণের অধিকার আবার ফিরিয়ে দেওয়া হবে।
জেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নেতা কাজী সাইয়্যেদুল আলম বাবুল, কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান, ডা. মাজহারুল আলম, ওমর ফারুক সাফিন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, আবু তাহের মুসল্লি, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির প্রমুখ।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৩৩ মিনিট আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে