Ajker Patrika

ঈদের নামাজ হলো তেঁতুলতলা মাঠে, স্থায়ী সমাধান চাইলেন এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মে ২০২২, ১৩: ১৯
ঈদের নামাজ হলো তেঁতুলতলা মাঠে, স্থায়ী সমাধান চাইলেন এলাকাবাসী

মাঝখানে করোনার দুই বছর বাদ ছিল। কিন্তু ৫০ বছর ধরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছিল রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে। এবারও তাই হলো। কিন্তু এলাকাবাসীর মনে রয়ে গেছে সপ্তাহ আগে ঘটে যাওয়া ঘটনার ক্ষত। তাই এই মাঠে আপাতত থানা ভবন নির্মাণকাজ বন্ধ হলেও এই সমস্যার স্থায়ী সমাধান চাইলেন এলাকাবাসী। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৮টায় শুরু হওয়া জামাতে অংশগ্রহণ করেন প্রায় পাঁচ শতাধিক মুসল্লি।

মাঠটি বর্তমানের পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। তবে মাঠটি পুলিশের তত্ত্বাবধানে না রেখে সিটি করপোরেশন দিয়ে স্থায়ী সমাধান করা হোক বলে নামাজের পর গণমাধ্যমে দাবি তুলছেন কলাবাগান এলাকাবাসী।

আজ মঙ্গলবার সকাল ৮টায় তেঁতুলতলা মাঠে ঈদের জামাত শুরু হয়। নামাজ শুরুর আগেই স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় তেঁতুলতলা মাঠ। এলাকার শিশু-কিশোর, বয়স্করাও এই জামাতে অংশ নেন।

নামাজ শেষে মোশাররফ হোসেন নামে একজন বাসিন্দা বলেন, ‘আমি ছোট থেকে এই এলাকায় বড় হয়েছি। প্রতিবছর এখানেই নামাজ পড়েছি। থানা হলে আর এখানে সবাই মিলে নামাজ পড়তে পারব না, এটা ভাবতেই খারাপ লাগছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আপাতত সমাধান হলেও এই মাঠের স্থায়ী ব্যবস্থাপনা করা দরকার।’  

ওসমান নামে আরেক বাসিন্দা বলেন, একটা স্থায়ী সমাধান জরুরি। মাঠ যার তত্ত্বাবধানেই থাক, সেটা যেন মাঠ হিসেবেই থাকে, উন্মুক্ত থাকে।

মাঠে এসে সবার সঙ্গে নামাজ আদায় করতে পেরে আনন্দিত ১৪ বছর বয়সী রায়হান জামান। তাঁর ভাষ্য, সবাই মিলে নামাজ পড়েছি। এখন বাসায় গিয়ে, বিকেলে আসব, সবাই মিলে খেলব, অনেক মজা হবে।

ঈদের জামাতে অন্যদের সঙ্গে শরিক হয়েছিলেন ঈসা আব্দুল্লাহও। তিনি বলেন, ‘এই মাঠে আমরা আবার নামাজ আদায় করতে পারছি, এটা অনেক আনন্দের। ভবিষ্যতে এই মাঠ নিয়ে আর কোনো টানাহেঁচড়া হবে না, এমন ব্যবস্থা চাই। মাঠ যেন মাঠ হিসেবেই থাকে।’

উল্লেখ্য, পরিত্যক্ত এই মাঠটি বরাদ্দ পেয়ে সেখানে কাঁটাতারের বেড়া দেয় পুলিশ। স্থায়ী থানা ভবন নির্মাণ হবে বলে টানানো হয় সাইনবোর্ড। এর পর থেকেই শুরু হয় তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলন। গত ২৪ এপ্রিল সকালে মাঠ রক্ষার আন্দোলনে থাকা সৈয়দা রত্না ও তাঁর ছেলে ঈসা আব্দুল্লাহকে আটক করে পুলিশ। প্রায় ১৩ ঘণ্টা থানায় আটকে রাখার পর মুচলেকা দিয়ে ছাড়া পান মা ও ছেলে।

রত্না ও তাঁর ছেলেকে আটক করার পর মাঠ রক্ষার আন্দোলন আরও জোরদার হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অধিকারকর্মীরা মাঠ রক্ষার আন্দোলনে যুক্ত হন। নানা চড়াই-উতরাইয়ের পর প্রধানমন্ত্রীর নির্দেশে এই মাঠে থানা ভবন নির্মাণ বন্ধ হয়েছে। মাঠটি উন্মুক্ত আছে খেলাধুলার জন্য। প্রতিবছরের মতো ঈদের জামাতও অনুষ্ঠিত হলো। এই মাঠে স্থানীয় তরুণদের আয়োজনে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত