Ajker Patrika

শাড়ি বিক্রির নামে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৪: ৫২
শাড়ি বিক্রির নামে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে ভারতীয় শাড়ি বিক্রির নামে প্রতারণার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার দুপুরে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা দম্পতিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের ঢাকা মেট্রো দক্ষিণ সহকারী পুলিশ সুপার (এএসপি) সাগর সরকার।

গ্রেপ্তারকৃতরা হলেন জান্নাতুল ফেরদৌস ওরফে কাজল ও এস এম খায়রুজ্জামান। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত সাতটি মোবাইল ফোন, ফেসবুক পেজ ও বিকাশ অ্যাকাউন্টে থাকা প্রতারণার মাধ্যমে আদায় করা অর্থ জব্দ করা হয়েছে। 

এএসপি সাগর সরকার জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাবিহা শাড়ি হাউজ নামে একটি পেজ খুলে অল্প দামে ভারতীয় শাড়ি বিক্রির নামে প্রতারণা করে আসছিল চক্রটি। এই চক্রের মূল হোতা এই দম্পতি। তারা অভিনব কৌশলে প্রতারণা করে আসছিল। সম্প্রতি এক নারীর কাছ থেকে শাড়ি বিক্রির নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর গেন্ডারিয়ায় একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। 

যে ভাবে প্রতারণা করা হতো 
জান্নাতুল ফেরদৌস ওরফে কাজল পেশায় গৃহিণী। কাজল বাসায় বসে অনলাইনে অর্ডার নেন। অর্ডার গ্রহণের সময়ে শাড়ির মূল্যের একটি অংশ অগ্রিম নিয়ে নেন। এরপর তাঁর স্বামী পেশায় গাড়িচালক খায়রুজ্জামান ডেলিভারিম্যান সেজে শাড়ি অর্ডারদাতাকে ফোন করে বলতেন আমি আপনার বাসার কাছে আছি। শাড়ি নিয়ে এসেছি। আপনি পেজে দেওয়া নম্বরে ফোন করে প্রোডাক্টের কোড নম্বরটা নিয়ে আমাকে জানান। গ্রাহক পেজের নম্বরে ফোন করলে কাজল ফোন ধরে বলতেন অর্ডারের বকেয়া টাকা পরিশোধ করুন, কোড নম্বর পেয়ে যাবেন। গ্রাহক তখন সরল বিশ্বাসে পুরো টাকা পরিশোধ করত। এরপরই শুরু হতো গ্রাহকের সঙ্গে খারাপ ব্যবহার আর ফেসবুকে ব্লক করে দিতেন। এভাবেই অসংখ্য সহজ-সরল অনলাইন ক্রেতাকে ঠকিয়ে আসছিলেন তাঁরা। 

এএসপি সাগর বলেন, এই দম্পতি গত পাঁচ মাস ধরে প্রতারণা করে আসছেন। তাঁদের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছেন। এই দম্পতি শুধু রমজানের শুরু থেকে প্রতিদিন অন্তত ১৫ হাজার টাকা হাতিয়ে নিচ্ছিলেন। কিন্তু তাঁদের কাছে কোনো ধরনের শাড়ি বা অন্য কোনো পণ্য ছিল না। কাজলের স্বামী নিউ মার্কেট থানায় অপর একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এই দম্পতির চারটি সন্তান রয়েছে। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে গ্রেপ্তার এড়াতে এই শিশুদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত