Ajker Patrika

শিক্ষার্থীকে গুলি করার ভিডিও ভাইরাল, পুলিশ সদস্য গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৩৬
শিক্ষার্থীকে গুলি করার ভিডিও ভাইরাল, পুলিশ সদস্য গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে গাজীপুরে গুলি করে কলেজছাত্র হৃদয়কে (২০) হত্যার ঘটনায় এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কিশোরগঞ্জের তাড়াইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার পুলিশ সদস্যের নাম মো. আকরাম হোসেন (২২)। তিনি গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন।

হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি জেলার হেমনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়ালেখার পাশাপাশি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আজ শনিবার গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন হৃদয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্যকে দেখে হৃদয় রাস্তার পাশে অবস্থান নেন। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ওই সময় পুলিশের কয়েকজন সদস্য কোনাবাড়ী এলাকার দায়িত্বে ছিলেন। এ সময় তাঁরা হৃদয়কে রাস্তার পাশ থেকে ধরে নিয়ে চড়থাপ্পড় মারেন। একপর্যায়ে পুলিশ সদস্য আকরাম তাঁকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের ফুপাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে কিশোরগঞ্জের পারাইল এলাকা থেকে আকরামকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে সহকারী কমিশনার সুবীর কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ সদস্য আকরাম অতি উৎসাহিত হয়ে হৃদয়কে গুলি করেছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রাথমিকভাবে যে তদন্ত করা হয়েছে, সেখানে পুলিশ সদস্য আকরামের সম্পৃক্ততা পাওয়া গেছে।’ 

তাঁকে গ্রেপ্তারের পর শনিবার ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর মেট্রোপলিটন আদালতে তোলা হয়। আদালত সোমবার শুনানির তারিখ নির্ধারণ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত