নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদকে মারধর ও জখমের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ছাত্রলীগ নেতাসহ দুই আসামি।
আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করার পর তাঁদের জামিন দেওয়া হয়।
জামিনপ্রাপ্ত আসামিরা হলেন তিতুমীর সরকারি কলেজের ছাত্রলীগের সহসম্পাদক এস এম ইমরুল রুদ্র ও সাইফুল নিজাম কায়সার।
হামলার ঘটনায় সারা দেশের সাংবাদিক সমাজ বিক্ষুব্ধ। প্রতিদিনই এ ঘটনার প্রতিবাদে মিছিল-সমাবেশ হচ্ছে। এজাহারনামীয় তিন আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে। এই অবস্থায় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতাও করা হয়। তা সত্ত্বেও উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।
আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২২ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তিতুমীর কলেজে ইফতার শেষে বের হয়ে আসার সময় আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসের মূল ফটকের সামনে বটতলায় পৌঁছামাত্রই////// আসামিরা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হকিস্টিক, লাঠিসহ সাংবাদিক সাব্বির আহমেদের পথরোধ করে অতর্কিতভাবে আক্রমণ করেন।
তখন আসামি রুদ্র তাঁর হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সাব্বির আহমেদের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী তাহিনা রাদিয়া সুলতানা বাদী হয়ে বনানী থানায় গত শনিবার মামলা করেন।
সাব্বির আহমেদ সম্প্রতি তিতুমীর কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করায় তাঁর ওপর ক্ষিপ্ত হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর জেরেই সাব্বির আহমেদের ওপর হামলা হয়।
দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদকে মারধর ও জখমের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ছাত্রলীগ নেতাসহ দুই আসামি।
আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করার পর তাঁদের জামিন দেওয়া হয়।
জামিনপ্রাপ্ত আসামিরা হলেন তিতুমীর সরকারি কলেজের ছাত্রলীগের সহসম্পাদক এস এম ইমরুল রুদ্র ও সাইফুল নিজাম কায়সার।
হামলার ঘটনায় সারা দেশের সাংবাদিক সমাজ বিক্ষুব্ধ। প্রতিদিনই এ ঘটনার প্রতিবাদে মিছিল-সমাবেশ হচ্ছে। এজাহারনামীয় তিন আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে। এই অবস্থায় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতাও করা হয়। তা সত্ত্বেও উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।
আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২২ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তিতুমীর কলেজে ইফতার শেষে বের হয়ে আসার সময় আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসের মূল ফটকের সামনে বটতলায় পৌঁছামাত্রই////// আসামিরা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হকিস্টিক, লাঠিসহ সাংবাদিক সাব্বির আহমেদের পথরোধ করে অতর্কিতভাবে আক্রমণ করেন।
তখন আসামি রুদ্র তাঁর হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সাব্বির আহমেদের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী তাহিনা রাদিয়া সুলতানা বাদী হয়ে বনানী থানায় গত শনিবার মামলা করেন।
সাব্বির আহমেদ সম্প্রতি তিতুমীর কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করায় তাঁর ওপর ক্ষিপ্ত হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর জেরেই সাব্বির আহমেদের ওপর হামলা হয়।
আওয়ামী লীগের নির্যাতনে ও ভয়ে দেড় যুগ আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিএনপির নেতা হাসিবুল হাসান হাবিব। এর মধ্যে ১০ বছর আগে এলাকায় এলেও কিছুদিনের মধ্যেই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। এরপর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ায়...
১৩ মিনিট আগেমৌলভীবাজারে আটক করার সময় পুলিশের হাত থেকে খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ উদ্দিনকে ছিনিয়ে নিয়েছেন দলের নেতা-কর্মীরা। এ ঘটনায় আজ সোমবার সকালে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা-পুলিশ।
২২ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে দিনভর নানা নাটকীয়তার পর উপজেলা পরিষদ চত্বর থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান আটক হয়েছেন। তাঁর নাম রফিকুল ইসলাম। আজ সোমবার উপজেলার ১৩টি ইউপির চেয়ারম্যানদের নিয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে...
২৮ মিনিট আগেবেনাপোল চেকপোস্টে ভ্রমণকরের জাল রসিদে লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া চক্রের হোতা শামীমকে আটক করেছেন বন্দরের নিরাপত্তাকর্মীরা। আজ সোমবার বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাঁকে আটক করা হয়। পরে মামলা দিয়ে তাঁকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
৪২ মিনিট আগে