হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে তিন মাস আগে আত্মহত্যা করেন এক শিশুর মা। আড়াই বছরের শিশুটিকে নিয়ে গতকাল মঙ্গলবার নিজের ভাইয়ের বিচার চাইতে থানায় আসেন শিশুটির বাবা। গতকাল রাতে আন্ধারমানিক উপজেলা সড়কের হরিরামপুর থানার পাশে বাবার কোলে শিশুটিকে কাঁদতে দেখা গেছে। ঘণ্টা দেড়েক ধরে চেষ্টা করেও কান্না থামাতে পারেননি বাবা রজ্জব আলী। রজ্জব উপজেলার চালা ইউনিয়নের গোয়ালনগর গ্রামের ইছহাকের ছেলে।
রজ্জব আলী বলেন, তিন মাস আগে তাঁর স্ত্রী আত্মহত্যা করেন। এরপর থেকে তিনিই শিশুটিকে লালন-পালন করছেন। শিশুকে গাভির দুধ খাওয়াচ্ছেন, তবে অর্থকষ্টে ঠিকমতো খাওয়াতে পারছেন না।
রজ্জব আলী জানান, তিনি ইট ভাঙার কাজ করেন। তবে শিশুর মা মারা যাওয়ার পর কাজে যেতে পারছেন না। বাচ্চাকে দেখার মতো কেউ নেই। তাঁর নিজের মা বেঁচে নেই। শাশুড়িও শিশুকে নিচ্ছেন না। কয়েক দিন কাজে গেছেন, এসে দেখেন বাচ্চা কাঁদছে। তাঁর ভাই বাচ্চাকে মারধর করেছেন। তিনি তাঁর ভাইয়ের বিচার চাইতে থানায় এসেছেন। থানায় ছোট ভাই মামুনের বিরুদ্ধে অভিযোগও দিয়েছেন রজ্জব আলী।
হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নিচ্ছি।’
এর আগে গত ১ মার্চ দিবাগত রাতে হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের গোয়ালনগর গ্রামের রজ্জবের স্ত্রী রোকসানা বেগম গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আড়াই বছরের এক ছেলেসন্তানের জননী রোকসানা গোপনে অন্য এক ছেলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। রোকসানার স্বামী জানতে পেরে তাঁর শ্বশুরবাড়িতে জানান। পরে রোকসানার ভাই মো. রফিকুল ইসলাম (২৪) রোকসানার মোবাইল ফোনটি নিয়ে যান। এ ঘটনায় রাগে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রোকসানা।
মানিকগঞ্জের হরিরামপুরে তিন মাস আগে আত্মহত্যা করেন এক শিশুর মা। আড়াই বছরের শিশুটিকে নিয়ে গতকাল মঙ্গলবার নিজের ভাইয়ের বিচার চাইতে থানায় আসেন শিশুটির বাবা। গতকাল রাতে আন্ধারমানিক উপজেলা সড়কের হরিরামপুর থানার পাশে বাবার কোলে শিশুটিকে কাঁদতে দেখা গেছে। ঘণ্টা দেড়েক ধরে চেষ্টা করেও কান্না থামাতে পারেননি বাবা রজ্জব আলী। রজ্জব উপজেলার চালা ইউনিয়নের গোয়ালনগর গ্রামের ইছহাকের ছেলে।
রজ্জব আলী বলেন, তিন মাস আগে তাঁর স্ত্রী আত্মহত্যা করেন। এরপর থেকে তিনিই শিশুটিকে লালন-পালন করছেন। শিশুকে গাভির দুধ খাওয়াচ্ছেন, তবে অর্থকষ্টে ঠিকমতো খাওয়াতে পারছেন না।
রজ্জব আলী জানান, তিনি ইট ভাঙার কাজ করেন। তবে শিশুর মা মারা যাওয়ার পর কাজে যেতে পারছেন না। বাচ্চাকে দেখার মতো কেউ নেই। তাঁর নিজের মা বেঁচে নেই। শাশুড়িও শিশুকে নিচ্ছেন না। কয়েক দিন কাজে গেছেন, এসে দেখেন বাচ্চা কাঁদছে। তাঁর ভাই বাচ্চাকে মারধর করেছেন। তিনি তাঁর ভাইয়ের বিচার চাইতে থানায় এসেছেন। থানায় ছোট ভাই মামুনের বিরুদ্ধে অভিযোগও দিয়েছেন রজ্জব আলী।
হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নিচ্ছি।’
এর আগে গত ১ মার্চ দিবাগত রাতে হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের গোয়ালনগর গ্রামের রজ্জবের স্ত্রী রোকসানা বেগম গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আড়াই বছরের এক ছেলেসন্তানের জননী রোকসানা গোপনে অন্য এক ছেলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। রোকসানার স্বামী জানতে পেরে তাঁর শ্বশুরবাড়িতে জানান। পরে রোকসানার ভাই মো. রফিকুল ইসলাম (২৪) রোকসানার মোবাইল ফোনটি নিয়ে যান। এ ঘটনায় রাগে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রোকসানা।
নাটোরে টিসিবির পণ্যবাহী ট্রাক বিক্রয় পয়েন্টে আসতে দেরি করায় দ্রুত পণ্য নিতে গিয়ে ভোক্তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সবুজ নামে এক ভোক্তার হাতে আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনায় বিক্রি কার্যক্রম বন্ধ রাখা হয় কিছু সময়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করলে পুনরায় পণ্য বিক্রি শুরু করা হয়।
৩ মিনিট আগেরংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন আমলি আদালত-১ তোলা হলে আদালতের বিচারক সোয়েবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
৯ মিনিট আগেনোয়াখালীর চাটখিলে ফেসবুক লাইভে এসে জয় বাংলা স্লোগান দেওয়া এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ওই যুবলীগ কর্মীর নাম ইউসুফ দফাদার। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুরের দফাদার বাড়ির বাসিন্দা।
১৩ মিনিট আগেনিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন উপজেলার ছোট খোঁচাবাড়ি গ্রামের সাঁওতাল পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইউএনও কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
২৫ মিনিট আগে