জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়ে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত ওই নারীর গর্ভের সন্তান মারা গেছে বলে জানিয়েছে সাভার হাইওয়ে থানা-পুলিশ। অ্যাম্বুলেন্সটিতে মদ বহন করা হচ্ছিল বলে জানা গেছে।
গত ২৬ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে জানাজানি হয় আজ সোমবার।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনা নিয়ে গতকাল রোববার সাভার হাইওয়ে থানার পুলিশ তদন্ত করতে এলে বিষয়টি সামনে আসে।
পুলিশ জানিয়েছে, অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস (৩০)। তিনি পটুয়াখালীর কাউখালী উপজেলার কোনাহোড়া এলাকার আব্দুল মজিদ শিকদারের ছেলে। সাভারের কলমা এলাকায় অটোরিকশা চালাতেন। তবে তদন্তের স্বার্থে ওই নারীর পরিচয় জানায়নি পুলিশ।
ওসি আজিজুল হক বলেন, ‘ঘটনাটি ২৬ জানুয়ারি রাতের। সে রাতেই সাভার মডেল থানায় এ দুর্ঘটনা নিয়ে মামলা হয়েছে। মামলা নম্বর ৭৭। মামলার বাদী সাভার হাইওয়ে থানা।’
ঘটনার বর্ণনা দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সেদিন রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান চালক আব্দুল কুদ্দুস। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আর অটোরিকশার আরোহী এক গর্ভবতী নারী গুরুতর আহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার ও গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়া হয়।’
ওসি বলেন, ‘এ ঘটনায় আসামি করা হয়েছে অজ্ঞাত এক গাড়ির চালককে। তবে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমরা ওই চালককে শনাক্ত করেছি। কিন্তু তদন্তের স্বার্থে তাঁর পরিচয় প্রকাশ করব না। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাহায্য নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের সহযোগিতা করবেন বলে গতকাল আশ্বাস দিয়েছেন।’
খোঁজ নিয়ে জানা যায়, অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের চালক রিপন হাওলাদার। অ্যাম্বুলেন্সটিতে আরোহী ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক রিফাত চৌধুরী ও উপ অর্থসম্পাদক আহসান হাবিব ইমন। দুজনই দুর্ঘটনায় গুরুতর আহত।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী আজকের পত্রিকাকে জানান, গত ২৭ জানুয়ারি মওলানা ভাসানী হলের পুনর্মিলনী অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানেই মাদক পরিবহনে ব্যবহার করা হয় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স।
সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনায় জাবির ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো ছ ৭১-৪৫৪৫) বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে রাখা হয়েছে।
এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে খোদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা তদন্তে ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান সাভার হাইওয়ে থানা-পুলিশের এসআই বাবুল (মামলার তদন্তকারী কর্মকর্তা)। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সহযোগিতা করা হয়নি। তদন্তকালে বিশ্ববিদ্যালয় প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত থাকলেও তাঁরা সহায়তা করেননি।’
এ অভিযোগ প্রসঙ্গে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবরটি পুলিশ প্রশাসন আমাদের জানিয়েছে। সিসিটিভি ফুটেজে আমাদের অ্যাম্বুলেন্স নাকি চিহ্নিত হয়েছে। এখন আইন অনুসারে যা হওয়া দরকার সেটা হবে।’
মওলানা ভাসানী হলের পুনর্মিলনীর জন্য মাদক পরিবহনে অ্যাম্বুলেন্স ব্যবহারের বিষয়ে প্রক্টর বলেন, ‘এসব বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি।’
মাদক বহনে শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্স ব্যবহারের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ছায়েদুর রহমান বলেন, ‘দুর্ঘটনার দিন মওলানা ভাসানী হলের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিলেন।’
দুর্ঘটনার সত্যতা স্বীকার করে অ্যাম্বুলেন্সে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মওলানা ভাসানী হলের ছাত্র রিফাত চৌধুরী বলেন, ‘সেদিন দুর্ঘটনার সময় আমিও গুরুতর আহত হই। আমার সঙ্গে ৪৬ ব্যাচের ইমন ছিল।’
আলামত হিসেবে অ্যাম্বুলেন্সটি থানায় থাকার কথা। কিন্তু সেটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যালয়ে দেখা যাচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. শামসুর রহমান বলেন, ‘ঘটনার রাতেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। আইন মেনে অ্যাম্বুলেন্স কীভাবে বিশ্ববিদ্যালয় ব্যবহার করতে পারবে সে বিষয়ে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। এ জন্য গাড়িটি পুলিশ জব্দ করেনি। কারণ আমাদের অ্যাম্বুলেন্স সংকট রয়েছে।’
ডা. শামসুর আরও বলেন, ‘অ্যাম্বুলেন্সের চালক রিপন হাওলাদার আমাকে জানায়, গাড়িতে মাদক আছে জানতে পেরে তিনি ঘাবড়ে যান। ফলে দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই মাদক আনতে যাওয়া ছাত্ররা পালিয়ে যায়। বর্তমানে মামলাটির তদন্ত চলমান থাকায় রিপনকে ছুটিতে রাখা হয়েছে।’
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা বাবুল আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা অচেনা সেই গাড়ি ও চালককে শনাক্তের জন্য সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়েছি। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি।’
এদিকে গত শনিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্য একটি অ্যাম্বুলেন্সে মদ নিয়ে যাওয়ার সময় দুই শিক্ষার্থীসহ চারজনকে আটক করে বংশাল থানা-পুলিশ। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ছাড়িয়ে নেয়। জাবির ৪৩তম ব্যাচের ‘শিক্ষা সমাপনী দিবস’ উদ্যাপনের জন্য এই মদ নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন ওই ব্যাচের কয়েকজন শিক্ষার্থী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়ে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত ওই নারীর গর্ভের সন্তান মারা গেছে বলে জানিয়েছে সাভার হাইওয়ে থানা-পুলিশ। অ্যাম্বুলেন্সটিতে মদ বহন করা হচ্ছিল বলে জানা গেছে।
গত ২৬ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে জানাজানি হয় আজ সোমবার।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনা নিয়ে গতকাল রোববার সাভার হাইওয়ে থানার পুলিশ তদন্ত করতে এলে বিষয়টি সামনে আসে।
পুলিশ জানিয়েছে, অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস (৩০)। তিনি পটুয়াখালীর কাউখালী উপজেলার কোনাহোড়া এলাকার আব্দুল মজিদ শিকদারের ছেলে। সাভারের কলমা এলাকায় অটোরিকশা চালাতেন। তবে তদন্তের স্বার্থে ওই নারীর পরিচয় জানায়নি পুলিশ।
ওসি আজিজুল হক বলেন, ‘ঘটনাটি ২৬ জানুয়ারি রাতের। সে রাতেই সাভার মডেল থানায় এ দুর্ঘটনা নিয়ে মামলা হয়েছে। মামলা নম্বর ৭৭। মামলার বাদী সাভার হাইওয়ে থানা।’
ঘটনার বর্ণনা দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সেদিন রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান চালক আব্দুল কুদ্দুস। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আর অটোরিকশার আরোহী এক গর্ভবতী নারী গুরুতর আহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার ও গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়া হয়।’
ওসি বলেন, ‘এ ঘটনায় আসামি করা হয়েছে অজ্ঞাত এক গাড়ির চালককে। তবে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমরা ওই চালককে শনাক্ত করেছি। কিন্তু তদন্তের স্বার্থে তাঁর পরিচয় প্রকাশ করব না। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাহায্য নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের সহযোগিতা করবেন বলে গতকাল আশ্বাস দিয়েছেন।’
খোঁজ নিয়ে জানা যায়, অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের চালক রিপন হাওলাদার। অ্যাম্বুলেন্সটিতে আরোহী ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক রিফাত চৌধুরী ও উপ অর্থসম্পাদক আহসান হাবিব ইমন। দুজনই দুর্ঘটনায় গুরুতর আহত।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী আজকের পত্রিকাকে জানান, গত ২৭ জানুয়ারি মওলানা ভাসানী হলের পুনর্মিলনী অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানেই মাদক পরিবহনে ব্যবহার করা হয় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স।
সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনায় জাবির ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো ছ ৭১-৪৫৪৫) বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে রাখা হয়েছে।
এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে খোদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা তদন্তে ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান সাভার হাইওয়ে থানা-পুলিশের এসআই বাবুল (মামলার তদন্তকারী কর্মকর্তা)। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সহযোগিতা করা হয়নি। তদন্তকালে বিশ্ববিদ্যালয় প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত থাকলেও তাঁরা সহায়তা করেননি।’
এ অভিযোগ প্রসঙ্গে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবরটি পুলিশ প্রশাসন আমাদের জানিয়েছে। সিসিটিভি ফুটেজে আমাদের অ্যাম্বুলেন্স নাকি চিহ্নিত হয়েছে। এখন আইন অনুসারে যা হওয়া দরকার সেটা হবে।’
মওলানা ভাসানী হলের পুনর্মিলনীর জন্য মাদক পরিবহনে অ্যাম্বুলেন্স ব্যবহারের বিষয়ে প্রক্টর বলেন, ‘এসব বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি।’
মাদক বহনে শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্স ব্যবহারের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ছায়েদুর রহমান বলেন, ‘দুর্ঘটনার দিন মওলানা ভাসানী হলের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিলেন।’
দুর্ঘটনার সত্যতা স্বীকার করে অ্যাম্বুলেন্সে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মওলানা ভাসানী হলের ছাত্র রিফাত চৌধুরী বলেন, ‘সেদিন দুর্ঘটনার সময় আমিও গুরুতর আহত হই। আমার সঙ্গে ৪৬ ব্যাচের ইমন ছিল।’
আলামত হিসেবে অ্যাম্বুলেন্সটি থানায় থাকার কথা। কিন্তু সেটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যালয়ে দেখা যাচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. শামসুর রহমান বলেন, ‘ঘটনার রাতেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। আইন মেনে অ্যাম্বুলেন্স কীভাবে বিশ্ববিদ্যালয় ব্যবহার করতে পারবে সে বিষয়ে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। এ জন্য গাড়িটি পুলিশ জব্দ করেনি। কারণ আমাদের অ্যাম্বুলেন্স সংকট রয়েছে।’
ডা. শামসুর আরও বলেন, ‘অ্যাম্বুলেন্সের চালক রিপন হাওলাদার আমাকে জানায়, গাড়িতে মাদক আছে জানতে পেরে তিনি ঘাবড়ে যান। ফলে দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই মাদক আনতে যাওয়া ছাত্ররা পালিয়ে যায়। বর্তমানে মামলাটির তদন্ত চলমান থাকায় রিপনকে ছুটিতে রাখা হয়েছে।’
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা বাবুল আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা অচেনা সেই গাড়ি ও চালককে শনাক্তের জন্য সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়েছি। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি।’
এদিকে গত শনিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্য একটি অ্যাম্বুলেন্সে মদ নিয়ে যাওয়ার সময় দুই শিক্ষার্থীসহ চারজনকে আটক করে বংশাল থানা-পুলিশ। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ছাড়িয়ে নেয়। জাবির ৪৩তম ব্যাচের ‘শিক্ষা সমাপনী দিবস’ উদ্যাপনের জন্য এই মদ নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন ওই ব্যাচের কয়েকজন শিক্ষার্থী।
ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ জামিন আবেদন মঞ্জুর করেন।
১৬ মিনিট আগেমিসরের ইজিপ্ট এয়ারের দুটি উড়োজাহাজ ভাড়ায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন বিমানের এই কর্মকর্তাদের কারাগারে
৩৯ মিনিট আগেনারায়ণগঞ্জের কুতুবপুরে কবরস্থানের গাছ থেকে হাসান আহমেদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থানের কবর খননকারী কয়েক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
৪১ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো
১ ঘণ্টা আগে