Ajker Patrika

তামাক নিয়ন্ত্রণে বড় বাধা তামাক কোম্পানির হস্তক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তামাক নিয়ন্ত্রণে বড় বাধা তামাক কোম্পানির হস্তক্ষেপ

সারা পৃথিবীতে তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তামাক কোম্পানিগুলো নানাভাবে প্রভাব বিস্তার করছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশের আরও অধিক অগ্রণী ভূমিকা পালনের সুযোগ থাকলেও কোম্পানিগুলোর হস্তক্ষেপ ও প্রভাবের ফলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হচ্ছে। এ ছাড়া বাংলাদেশের বেশ কয়েকটি আইনে কিছু প্রতিবন্ধকতা থাকায় তামাক নিয়ন্ত্রণে আশানুরূপ ফলাফল অর্জন করা সম্ভব হচ্ছে না। এর মূল কারণ কোম্পানির হস্তক্ষেপ।

আজ মঙ্গলবার রাজধানীর রায়েরবাজার ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টের কার্যালয়ে ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ, তামাক নিয়ন্ত্রণে প্রধান প্রতিবন্ধকতা’ শীর্ষক একটি গবেষণা গ্রন্থের প্রকাশনা উৎসবে আলোচকেরা এসব কথা বলেন।

আলোচকেরা বলেন, জনস্বাস্থ্য উন্নয়নে তামাক নিয়ন্ত্রণকে আরও অধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি কোম্পানিগুলোর হস্তক্ষেপ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামবাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক এ. কে. এম মাকসুদ, ডাস’র উপদেষ্টা আমিনুল ইসলাম বকুল, ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, দ্যা ইউনিয়নের টেকনিক্যাল অ্যাডভাইজার সৈয়দ মাহবুবুল আলম এবং গ্রান্ট কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটর আশা টেন্ডন, এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা, টিসিআরসি’র প্রকল্প পরিচালক মো. বজলুর রহমান, স্টপের ফোকাল পয়েন্ট ফাহমিদা ইসলাম এবং নাটাবের প্রকল্প সমন্বয়কারী একেএম খলিল উল্লাহ, মানসের প্রোজেক্ট কো–অর্ডিনেটর সালমা পারভীন, ব্যুরো অব ইকোনমিকস রিসার্চের প্রকল্প কর্মকর্তা ইব্রাহিম খলিল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্টের হেড অফ প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত