Ajker Patrika

ইজিবাইক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২: ৪১
ইজিবাইক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুজ্জামান (৫০) নামের এক নার্সারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় উপজেলার নিলফা বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহতরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

জানা যায়, নিহত ব্যবসায়ী নুরুজ্জামান নড়াইলের কালিয়া উপজেলার বাবরাহাচড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তিনি টুঙ্গিপাড়ায় নার্সারির ব্যবসা করতেন। দুর্ঘটনায় আহতরা হলেন টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারকুল গ্রামের ইজিবাইক চালক আল আমিন খা (৩৫), পাচকাহনিয়া গ্রামের ইমন শেখ (২৫), টুঙ্গিপাড়া গ্রামের শেখ সফি (৩৭), শ্রীরামকান্দি গ্রামের বাবুল হোসেন (৪৫)। 

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'আজ মঙ্গলবার সকালে ব্যবসায়ী নুরুজ্জামানসহ চারজন ইজিবাইকে করে ঘোনাপাড়া যাচ্ছিলেন। পথে পাটগাতী-গোপালগঞ্জ সড়কের নিলফা বাজারে পৌঁছালে বিপরীতগামী যাত্রীবিহীন সিএনজির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুরুজ্জামানের মৃত্যু হয়। এ সময় ইজিবাইকের চালক ও যাত্রীসহ মোট চারজন আহত হন। আহতরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত