সাভার (ঢাকা) প্রতিনিধি
ডিজিটালাইজেশন ও দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের কঠোর অবস্থানের কারণে দুর্নীতি অতীতের যেকোনো সময়ের তুলনায় কমে গেছে। তবে দুর্নীতি বিশ্বের কোনো দেশ থেকেই কিন্তু পুরোপুরি চলে যায় না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ রোববার দুপুরে সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের মনে করিয়ে দিতে চাই—২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ সারা বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা কিন্তু সে অবস্থানে নাই। আমরা কিন্তু এগুলোকে কমিয়ে ফেলেছি। কিন্তু সমাজ থেকে পুরোপুরি দুর্নীতি আমরা উৎখাত করতে চাই, দুর্নীতি বন্ধ করতে চাই। আবার সে জন্য সরকার অত্যন্ত আন্তরিক। আপনারা জানেন, ডিজিটালব্যবস্থা চালুই করা হয়েছে, যাতে করে দুর্নীতি কমে যায়। এখন কিন্তু অফিস-আদালত ভূমি অফিস থেকে শুরু করে ব্যাপক সংস্কার সরকার করেছে, তার সুফল কিন্তু মানুষ পাচ্ছে। জমির পরচার জন্য আগে বহুদিন ঘুরতে হতো। এখন কিন্তু ২৮ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন পুলিশের থানাগুলো মডেল থানা হিসেবে করা হয়েছে। সেখানে কিন্তু প্রত্যকটা জিনিসের জবাবদিহি তৈরি হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি নিয়মবহির্ভূতভাবে আন্দোলন করার চেষ্টা করছে। দেশের বৈশ্বিক অর্থনীতির যে পরিস্থিতি তারা তা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। সরকার মানুষের শান্তি চায়। রাজনীতি হবে দেশের কল্যাণে। আওয়ামী লীগ সেভাবেই পরিচর্যা করে।’
এ সময় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের রেক্টর সরকারের সিনিয়র সচিব রমেন্দ্র নাথ বিশ্বাস, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ডিজিটালাইজেশন ও দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের কঠোর অবস্থানের কারণে দুর্নীতি অতীতের যেকোনো সময়ের তুলনায় কমে গেছে। তবে দুর্নীতি বিশ্বের কোনো দেশ থেকেই কিন্তু পুরোপুরি চলে যায় না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ রোববার দুপুরে সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের মনে করিয়ে দিতে চাই—২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ সারা বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা কিন্তু সে অবস্থানে নাই। আমরা কিন্তু এগুলোকে কমিয়ে ফেলেছি। কিন্তু সমাজ থেকে পুরোপুরি দুর্নীতি আমরা উৎখাত করতে চাই, দুর্নীতি বন্ধ করতে চাই। আবার সে জন্য সরকার অত্যন্ত আন্তরিক। আপনারা জানেন, ডিজিটালব্যবস্থা চালুই করা হয়েছে, যাতে করে দুর্নীতি কমে যায়। এখন কিন্তু অফিস-আদালত ভূমি অফিস থেকে শুরু করে ব্যাপক সংস্কার সরকার করেছে, তার সুফল কিন্তু মানুষ পাচ্ছে। জমির পরচার জন্য আগে বহুদিন ঘুরতে হতো। এখন কিন্তু ২৮ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন পুলিশের থানাগুলো মডেল থানা হিসেবে করা হয়েছে। সেখানে কিন্তু প্রত্যকটা জিনিসের জবাবদিহি তৈরি হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি নিয়মবহির্ভূতভাবে আন্দোলন করার চেষ্টা করছে। দেশের বৈশ্বিক অর্থনীতির যে পরিস্থিতি তারা তা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। সরকার মানুষের শান্তি চায়। রাজনীতি হবে দেশের কল্যাণে। আওয়ামী লীগ সেভাবেই পরিচর্যা করে।’
এ সময় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের রেক্টর সরকারের সিনিয়র সচিব রমেন্দ্র নাথ বিশ্বাস, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১৯ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে