সাভার (ঢাকা) প্রতিনিধি
ডিজিটালাইজেশন ও দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের কঠোর অবস্থানের কারণে দুর্নীতি অতীতের যেকোনো সময়ের তুলনায় কমে গেছে। তবে দুর্নীতি বিশ্বের কোনো দেশ থেকেই কিন্তু পুরোপুরি চলে যায় না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ রোববার দুপুরে সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের মনে করিয়ে দিতে চাই—২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ সারা বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা কিন্তু সে অবস্থানে নাই। আমরা কিন্তু এগুলোকে কমিয়ে ফেলেছি। কিন্তু সমাজ থেকে পুরোপুরি দুর্নীতি আমরা উৎখাত করতে চাই, দুর্নীতি বন্ধ করতে চাই। আবার সে জন্য সরকার অত্যন্ত আন্তরিক। আপনারা জানেন, ডিজিটালব্যবস্থা চালুই করা হয়েছে, যাতে করে দুর্নীতি কমে যায়। এখন কিন্তু অফিস-আদালত ভূমি অফিস থেকে শুরু করে ব্যাপক সংস্কার সরকার করেছে, তার সুফল কিন্তু মানুষ পাচ্ছে। জমির পরচার জন্য আগে বহুদিন ঘুরতে হতো। এখন কিন্তু ২৮ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন পুলিশের থানাগুলো মডেল থানা হিসেবে করা হয়েছে। সেখানে কিন্তু প্রত্যকটা জিনিসের জবাবদিহি তৈরি হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি নিয়মবহির্ভূতভাবে আন্দোলন করার চেষ্টা করছে। দেশের বৈশ্বিক অর্থনীতির যে পরিস্থিতি তারা তা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। সরকার মানুষের শান্তি চায়। রাজনীতি হবে দেশের কল্যাণে। আওয়ামী লীগ সেভাবেই পরিচর্যা করে।’
এ সময় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের রেক্টর সরকারের সিনিয়র সচিব রমেন্দ্র নাথ বিশ্বাস, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ডিজিটালাইজেশন ও দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের কঠোর অবস্থানের কারণে দুর্নীতি অতীতের যেকোনো সময়ের তুলনায় কমে গেছে। তবে দুর্নীতি বিশ্বের কোনো দেশ থেকেই কিন্তু পুরোপুরি চলে যায় না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ রোববার দুপুরে সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের মনে করিয়ে দিতে চাই—২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ সারা বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা কিন্তু সে অবস্থানে নাই। আমরা কিন্তু এগুলোকে কমিয়ে ফেলেছি। কিন্তু সমাজ থেকে পুরোপুরি দুর্নীতি আমরা উৎখাত করতে চাই, দুর্নীতি বন্ধ করতে চাই। আবার সে জন্য সরকার অত্যন্ত আন্তরিক। আপনারা জানেন, ডিজিটালব্যবস্থা চালুই করা হয়েছে, যাতে করে দুর্নীতি কমে যায়। এখন কিন্তু অফিস-আদালত ভূমি অফিস থেকে শুরু করে ব্যাপক সংস্কার সরকার করেছে, তার সুফল কিন্তু মানুষ পাচ্ছে। জমির পরচার জন্য আগে বহুদিন ঘুরতে হতো। এখন কিন্তু ২৮ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন পুলিশের থানাগুলো মডেল থানা হিসেবে করা হয়েছে। সেখানে কিন্তু প্রত্যকটা জিনিসের জবাবদিহি তৈরি হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি নিয়মবহির্ভূতভাবে আন্দোলন করার চেষ্টা করছে। দেশের বৈশ্বিক অর্থনীতির যে পরিস্থিতি তারা তা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। সরকার মানুষের শান্তি চায়। রাজনীতি হবে দেশের কল্যাণে। আওয়ামী লীগ সেভাবেই পরিচর্যা করে।’
এ সময় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের রেক্টর সরকারের সিনিয়র সচিব রমেন্দ্র নাথ বিশ্বাস, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
১৭ মিনিট আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
৩৬ মিনিট আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৫ ঘণ্টা আগেদেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৭ ঘণ্টা আগে