টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে উড়াল সড়কের মধ্যে থাকা বিভাজে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় অপর বন্ধু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। আজ সোমবার ভোর পৌনে ৪টার দিকে টঙ্গীর আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের সামনে বিআরটি প্রকল্পের উড়ালসড়কের বিভাজকে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতেরা হলেন গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার দুলাল সরদারের ছেলে দেলোয়ার ও রাকিব। রাকিবের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনায় আহত নাজিম খরতৈইল এলাকার নাজিমের ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, ভোররাত পৌনে ৪টার দিকে ঢাকা থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে টঙ্গীর দিকে যাচ্ছিল। তাদের বহনকারী মোটরসাইকেলটি টঙ্গীর আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের সামনে বিআরটি’র উড়াল সড়কের ওপর বিভাজকে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু গুরুতর আহত হন।
এসআই আরও জানান, স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠান চিকিৎসক। হাসপাতালে নেওয়ার পথে দেলোয়ার ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত নাজিম সেখানে আইসিইউতে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতাল মেডিকেল ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মৃত দেলোয়ার ও রাকিবের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘লাশ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
গাজীপুরের টঙ্গীতে উড়াল সড়কের মধ্যে থাকা বিভাজে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় অপর বন্ধু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। আজ সোমবার ভোর পৌনে ৪টার দিকে টঙ্গীর আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের সামনে বিআরটি প্রকল্পের উড়ালসড়কের বিভাজকে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতেরা হলেন গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার দুলাল সরদারের ছেলে দেলোয়ার ও রাকিব। রাকিবের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনায় আহত নাজিম খরতৈইল এলাকার নাজিমের ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, ভোররাত পৌনে ৪টার দিকে ঢাকা থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে টঙ্গীর দিকে যাচ্ছিল। তাদের বহনকারী মোটরসাইকেলটি টঙ্গীর আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের সামনে বিআরটি’র উড়াল সড়কের ওপর বিভাজকে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু গুরুতর আহত হন।
এসআই আরও জানান, স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠান চিকিৎসক। হাসপাতালে নেওয়ার পথে দেলোয়ার ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত নাজিম সেখানে আইসিইউতে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতাল মেডিকেল ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মৃত দেলোয়ার ও রাকিবের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘লাশ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে