Ajker Patrika

নৌকার বিজয় মিছিল থেকে গাজীপুর প্যানেল মেয়রের বাড়িতে হামলার অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২১: ২৮
নৌকার বিজয় মিছিল থেকে গাজীপুর প্যানেল মেয়রের বাড়িতে হামলার অভিযোগ

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্যানেল মেয়র ও ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লালের বাড়িতে ভাঙচুর, স্বজনদের মারধর ও গেটে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ আসনে জয়ী নৌকা প্রার্থীর কর্মী ও সমর্থকেরা আজ সোমবার সন্ধ্যায় বিজয় মিছিল বের করেন। পুবাইলের শুকন্দিরবাগ এলাকায় তাঁরা পৌঁছানোর পর এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ প্যানেল মেয়রের। 

এদিকে এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানান প্যানেল মেয়র। তাঁরা হলেন মাসুদুল হাসান বিল্লালের ছোট ভাইয়ের স্ত্রী পলি আক্তার, ছেলে মাহবুব হাসান রিবেল (২৫) ও কাউন্সিলরের কার্যালয়ে সেবা নিতে আসা আল আমিন নামের এক ব্যক্তি। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাসুদুল হাসান বিল্লাল। 

গাজীপুর-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাক প্রতীকের কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষে কাজ করেছিলেন প্যানেল মেয়র ও ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল। এদিকে জাহিদ আহসান রাসেলের বিজয়ের উল্লাস জানাতে আজ সোমবার সন্ধ্যায় গাসিকের ৩৯ নম্বর ওয়ার্ড শুকন্দিরবাগ এলাকায় আনন্দ মিছিলের আয়োজন করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

সন্ধ্যায় বিজয় মিছিলটি প্যানেল মেয়র মাসুদুল হাসান বিল্লালের বাড়ির সামনে পৌঁছে কয়েকজন তাঁর বাড়ির উঠানের পাশে বেড়া ও জানালায় ভাঙচুর চালায়। এরপর বাড়ির ভেতর ঢুকে তাঁর ছেলে রিবেল, পলি আক্তারকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় কাউন্সিলরের কার্যালয়ে প্রত্যয়নপত্র নিতে আসা আল আমিন নামের এক ব্যক্তিকেও মারধর করা হয় বলে জানা গেছে। 

গাসিক প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর মাসদুল হাসান বিল্লাল বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডটি গাজীপুর-২ আসনের সঙ্গে এবারে নির্বাচনের আগে যুক্ত করা হয়েছে। এটি গাজীপুর ৫ আসনের সঙ্গে যুক্ত ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ও আমার নেতা-কর্মীদের নিয়ে গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষে নির্বাচনী কাজে যুক্ত ছিলাম।’ 

ওয়ার্ড কাউন্সিলর মাসদুল হাসান বিল্লাল আরও বলেন, ‘আজ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যসচিব শাহিনুর আলম মৃধা ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ব্যক্তিগত সহকারী কাউসার সরকারের নেতৃত্বে একটি বিজয় মিছিল করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলটি আমার বাড়ির সামনে এলেই মিছিলে থাকা লোকজন আমার বাড়িতে ভাঙচুর ও গেটে আগুন লাগিয়ে দেয়। এ সময় আমার বাড়ির ভেতর ঢুকে আমার ছোট ভাইয়ের স্ত্রী, ছেলে ও আমার কার্যালয়ে সেবা নিতে আসা এক ব্যক্তিকে মারধর করে। আমি এ ঘটনা পুলিশকে জানিয়েছি।’ 

অভিযুক্ত ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যসচিব শাহিনুল আলম মৃধা বলেন, ‘আমরা আনন্দ মিছিল করেছি। তবে আমাদের কোনো নেতা-কর্মী মিছিল থেকে বেরিয়ে গিয়ে আগুন ও মারধরের ঘটনা ঘটায়নি। কাউন্সিলর মিথ্যে বলছেন।’ 

কাওসার সরকার বলেন, ‘আমরা একটি বিজয় মিছিল করেছি। মিছিল থেকে বেরিয়ে কোনো নেতা-কর্মী তাঁদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়নি।’ 

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত