Ajker Patrika

মিরপুরে উদ্ধার হওয়া বোমাটি বিস্ফোরিত হলে ৩৫ মিটার পর্যন্ত শেল ছড়াত

মিরপুর প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৯: ৩৪
মিরপুরে উদ্ধার হওয়া বোমাটি বিস্ফোরিত হলে ৩৫ মিটার পর্যন্ত শেল ছড়াত

রাজধানীর মিরপুর ১ নম্বরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা এলাকার বাড়ি নির্মাণের জন্য মাটি খননের সময় একটি মর্টার শেল উদ্ধার হয়েছে। মর্টারশেলটি সক্রিয় ছিল; বিস্ফোরিত হলে ৩৫ মিটার পর্যন্ত ক্ষয়ক্ষতি হতো বলে জানিয়েছে র‍্যাব।

মর্টার শেলটি উদ্ধারের পর র‍্যাব জানিয়েছে, এটি ছিল দীর্ঘদিনের পুরোনো। এর আয়তন ছিল ৬০ মিলিমিটার। ছিল সক্রিয় এবং বিস্ফোরিত হলে ৩৫ মিটার পর্যন্ত চারদিকে কোনো মানুষ থাকলে স্প্লিন্টারের মাধ্যমে ক্ষয়ক্ষতি হতে পারত।

বোমাটি উদ্ধারের পরে বেড়িবাঁধ সংলগ্ন গোড়ান চটবাড়ি এলাকায় নিয়ে ডিসপোজাল (বিস্ফোরিত) করে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট। এ সময় আশপাশের আধা কিলোমিটার এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। 

এর আগে বুধবার দুপুরে মর্টার শেল উদ্ধারের পর ঘটনাস্থলে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিটের উপপরিচালক মেজর মো. মশিউর রহমান। 

উদ্ধার হওয়া মর্টারশেলতিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মিরপুর চিড়িয়াখানা রোডে একটি বাসার খননকাজ করার সময় মর্টার শেল পাওয়া যায়। প্রথমে র‍্যাব-৪ মর্টারশেলের খবর পেয়ে র‍্যাব সদর দপ্তরের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। আমরা এসে দেখতে পাই, মর্টার শেলটি ৬০ মিলিমিটার। 

তিনি আরও বলেন, খনন করা মাটিতে বোম ডিসপোজালের আধুনিক যন্ত্রপাতি দিয়ে সার্চ করে দেখেছি, আরও কোনো বোম সেখানে রয়েছে কি না। তবে আমরা আর কোনো বোমার সন্ধান পাইনি। 

বোমাটি কোথা থেকে এল এবং কীভাবে এল-সাংবাদিকদের এমন প্রশ্নে মেজর মো. মশিউর রহমান বলেন, বোমাটির দুটি উৎস হতে পারে। হতে পারে এটি মুক্তিযুদ্ধের সময়কার অথবা পরে কেউ এটি মাটির নিচে পুঁতে রেখেছে। মরিচা পড়ে বোমাটির গায়ে মার্কিনগুলো দেখা যাচ্ছে না, তাই প্রাথমিকভাবে বলতে পারছি না কোথায় তৈরি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত