নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তিতাস গ্যাসের সংযোগ দেওয়ার নামে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জাহাঙ্গীর আলম ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগেরও সদস্য এবং বাড্ডা থানার বেরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এই চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।
আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. বিপ্লব। তিনি বলেন, ‘আমাদের বেরাইদ এলাকার প্রায় ৩ হাজার মানুষকে তিতাস গ্যাসের সংযোগ দেওয়ার নামে বেরাইদ এলাকার বাড্ডা থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি বৈধভাবে গ্যাসের সংযোগ দেওয়ার কথা বলে অতিরিক্ত পাইপ সংযোগ করে অবৈধভাবে প্রায় ৩ হাজার পরিবারকে গ্যাসলাইনের সংযোগ দেন। গ্যাসের সংযোগ দেওয়ার সময় প্রতি পরিবারের কাছ থেকে ২৫-৩০ হাজার টাকা নিয়েছেন। সে সময় চেয়ারম্যান থাকা অবস্থায় জাহাঙ্গীর আলমের লোক মো. তাজম আলীর মাধ্যমে প্রত্যেককে রসিদ দিয়ে টাকা নিয়েছেন।’
বিপ্লব বলেন, ‘যখন আমরা জানতে পারলাম আমাদের তিতাস গ্যাসের সংযোগ অবৈধ, তখন জাহাঙ্গীর আলমের কাছে জানতে চেয়েছিলাম কেন অবৈধ গ্যাসলাইন দেওয়া হলো? তখন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আমাদের বলেছেন অবৈধ গ্যাসলাইন বৈধ করে দেওয়া হবে। তিনি গ্যাসলাইন বৈধ করে না দেওয়ার কারণে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমাদের গ্যাসলাইন বিচ্ছিন্ন করে দেয়। এতে আমরা এলাকাবাসী বিপাকে পড়েছি।’
গ্যাসলাইন সংযোগ দেওয়ার দাবি জানিয়ে বিপ্লব বলেন, ‘দুর্নীতিবাজ সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ছাড়া আমাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।’
এক প্রশ্নের জবাবে বিপ্লব জানান, ১২ বছর আগে ২৫-৩০ হাজার টাকা দিয়ে তারা গ্যাসের সংযোগ নেন। জুন মাসের ৫ তারিখ পর্যন্ত তাঁরা এই গ্যাস ব্যবহার করে এসেছেন। এই সময়ে কোনো ধরনের বিল প্রদান করা হয়নি।
রাজধানীর বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তিতাস গ্যাসের সংযোগ দেওয়ার নামে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জাহাঙ্গীর আলম ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগেরও সদস্য এবং বাড্ডা থানার বেরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এই চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।
আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. বিপ্লব। তিনি বলেন, ‘আমাদের বেরাইদ এলাকার প্রায় ৩ হাজার মানুষকে তিতাস গ্যাসের সংযোগ দেওয়ার নামে বেরাইদ এলাকার বাড্ডা থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি বৈধভাবে গ্যাসের সংযোগ দেওয়ার কথা বলে অতিরিক্ত পাইপ সংযোগ করে অবৈধভাবে প্রায় ৩ হাজার পরিবারকে গ্যাসলাইনের সংযোগ দেন। গ্যাসের সংযোগ দেওয়ার সময় প্রতি পরিবারের কাছ থেকে ২৫-৩০ হাজার টাকা নিয়েছেন। সে সময় চেয়ারম্যান থাকা অবস্থায় জাহাঙ্গীর আলমের লোক মো. তাজম আলীর মাধ্যমে প্রত্যেককে রসিদ দিয়ে টাকা নিয়েছেন।’
বিপ্লব বলেন, ‘যখন আমরা জানতে পারলাম আমাদের তিতাস গ্যাসের সংযোগ অবৈধ, তখন জাহাঙ্গীর আলমের কাছে জানতে চেয়েছিলাম কেন অবৈধ গ্যাসলাইন দেওয়া হলো? তখন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আমাদের বলেছেন অবৈধ গ্যাসলাইন বৈধ করে দেওয়া হবে। তিনি গ্যাসলাইন বৈধ করে না দেওয়ার কারণে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমাদের গ্যাসলাইন বিচ্ছিন্ন করে দেয়। এতে আমরা এলাকাবাসী বিপাকে পড়েছি।’
গ্যাসলাইন সংযোগ দেওয়ার দাবি জানিয়ে বিপ্লব বলেন, ‘দুর্নীতিবাজ সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ছাড়া আমাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।’
এক প্রশ্নের জবাবে বিপ্লব জানান, ১২ বছর আগে ২৫-৩০ হাজার টাকা দিয়ে তারা গ্যাসের সংযোগ নেন। জুন মাসের ৫ তারিখ পর্যন্ত তাঁরা এই গ্যাস ব্যবহার করে এসেছেন। এই সময়ে কোনো ধরনের বিল প্রদান করা হয়নি।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে