Ajker Patrika

আ.লীগ নেতার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২২, ১৫: ৪৮
আ.লীগ নেতার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রাজধানীর বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তিতাস গ্যাসের সংযোগ দেওয়ার নামে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জাহাঙ্গীর আলম ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগেরও সদস্য এবং বাড্ডা থানার বেরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এই চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।

আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. বিপ্লব। তিনি বলেন, ‘আমাদের বেরাইদ এলাকার প্রায় ৩ হাজার মানুষকে তিতাস গ্যাসের সংযোগ দেওয়ার নামে বেরাইদ এলাকার বাড্ডা থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি বৈধভাবে গ্যাসের সংযোগ দেওয়ার কথা বলে অতিরিক্ত পাইপ সংযোগ করে অবৈধভাবে প্রায় ৩ হাজার পরিবারকে গ্যাসলাইনের সংযোগ দেন। গ্যাসের সংযোগ দেওয়ার সময় প্রতি পরিবারের কাছ থেকে ২৫-৩০ হাজার টাকা নিয়েছেন। সে সময় চেয়ারম্যান থাকা অবস্থায় জাহাঙ্গীর আলমের লোক মো. তাজম আলীর মাধ্যমে প্রত্যেককে রসিদ দিয়ে টাকা নিয়েছেন।’ 

বিপ্লব বলেন, ‘যখন আমরা জানতে পারলাম আমাদের তিতাস গ্যাসের সংযোগ অবৈধ, তখন জাহাঙ্গীর আলমের কাছে জানতে চেয়েছিলাম কেন অবৈধ গ্যাসলাইন দেওয়া হলো? তখন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আমাদের বলেছেন অবৈধ গ্যাসলাইন বৈধ করে দেওয়া হবে। তিনি গ্যাসলাইন বৈধ করে না দেওয়ার কারণে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমাদের গ্যাসলাইন বিচ্ছিন্ন করে দেয়। এতে আমরা এলাকাবাসী বিপাকে পড়েছি।’ 

গ্যাসলাইন সংযোগ দেওয়ার দাবি জানিয়ে বিপ্লব বলেন, ‘দুর্নীতিবাজ সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ছাড়া আমাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।’ 

এক প্রশ্নের জবাবে বিপ্লব জানান, ১২ বছর আগে ২৫-৩০ হাজার টাকা দিয়ে তারা গ্যাসের সংযোগ নেন। জুন মাসের ৫ তারিখ পর্যন্ত তাঁরা এই গ্যাস ব্যবহার করে এসেছেন। এই সময়ে কোনো ধরনের বিল প্রদান করা হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত