Ajker Patrika

‘মানুষ কম জিনিস বেশি, তাই দাম কম’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মে ২০২২, ১৩: ৫০
‘মানুষ কম জিনিস বেশি, তাই দাম কম’

রমজানের পর নিত্যপ্রয়োজনীয় সবজি ও দ্রব্যাদির দাম কিছুটা কমেছে। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, রমজানের শুরুতে যে দামে বেগুন, শসা, লেবু ও অন্যান্য সবজি বিক্রি হচ্ছিল, তা এখন বিক্রি হচ্ছে অর্ধেকেরও কম দামে। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতার অভাব এবং পণ্যের আধিক্যের কারণেই দাম কমেছে। আগামী কিছুদিন জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকবে। 

বাজারে দেখা যায়, রমজানে ১০০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুন এখন ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৮০ টাকার শসা বিক্রি হচ্ছে ২০ টাকায়। মরিচের দাম কিছুটা কমে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ৬০ টাকা হালি বিক্রি হওয়া লেবু বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা হালিতে।

কমেছে অন্যান্য সবজির দামও। কারওয়ান বাজারে ঢ্যাঁড়স ২০ টাকা, বরবটি ৫০ টাকা, পটোল ২৫ টাকা, করলা ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, লাউ ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ৮০ টাকা, গাজর ৮০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপি ৭০ টাকায় প্রতিটি বিক্রি হচ্ছে। 

চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ টাকায়। গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা। ব্রয়লার মুরগি কেজি ১৬৫ টাকা। তবে কোনো দোকানেই সয়াবিন তেল পাওয়া যায়নি। অধিকাংশ বিক্রেতা জানিয়েছেন, ঈদের পর থেকে তাঁরা আর তেল কিনতে পারেননি। 

দুপুরে কারওয়ান বাজারে বাজার করতে এসেছিলেন শহিদুল ইসলাম। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তিনি বলেন, ‘বাঙালি হচ্ছে ব্যবসাবান্ধব জাতি। যখন যেটার চাহিদা থাকে ওইটার দাম তখন তাঁরা বাড়িয়ে দেয়। এখন চাহিদা নাই, তাই দাম কমে গেছে। রমজানে তো বেগুন কেনাই যায় নাই। এখন দাম কম, তাই কিনে নিয়ে যাচ্ছি।’ 

সবজি ব্যবসায়ী জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রমজানে সবকিছুরই চাহিদা থাকে। এখন শহরে মানুষ কম, জিনিস বেশি, তাই দাম কম। কিছুদিন পরে শহরে মানুষ বাড়লে জিনিসের দাম আবার একটু বাড়তে পারে।’ 

ব্যবসায়ী মো. আনিস বলেন, ‘মৌসুম না হওয়ায় গাজরের দাম বাড়তি। অন্যান্য সবজির দাম একেবারেই কম। কিছুদিন পর আবার সবজির টান পড়ব। কোরবানি ঈদের সময় ইনশাআল্লাহ আবার দাম বাড়ব।’

কাঁঠালবাগানের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘সামনের সপ্তাহে লোকজন ঢাকায় এলে জিনিসপত্রের দাম আবারও বাড়তে পারে। তাই দুই সপ্তাহের বাজার একবারে করে নিচ্ছি ৷ সবকিছুর দামই কিছুটা কমে পাচ্ছি।’ 

তবে কারওয়ান বাজার থেকে স্থানীয় বাজারে এসব সবজি কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়ে যাচ্ছে। খিলগাঁও রেলগেট বাজারে এসে দেখা যায়, প্রতিটি সবজির ক্ষেত্রেই কেজিতে প্রায় ২০ টাকা বাড়তি নেওয়া হচ্ছে। রেলগেট বাজারের ব্যবসায়ী মো. সিদ্দিক বলেন, ‘আমাদের তো ওইখান থেকা আবার ভ্যানে কইরা আনা লাগে। দোকানভাড়াও বেশি। তাই একটু বেশি দামে না বেচলে পোষায় না। সামনে বৃষ্টির সিজন। সবজির দাম আরও বাড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত