Ajker Patrika

মির্জাপুরে এক রাতে ৭ ট্রান্সফরমার চুরি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৫: ৫০
মির্জাপুরে এক রাতে ৭ ট্রান্সফরমার চুরি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

টাঙ্গাইলের মির্জাপুরে এক রাতে সাতটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার আনাইতারা ইউনিয়নের চরবিলসা ও দরিবহর গ্রামে এই চুরির ঘটনা ঘটে। এতে চলতি মৌসুমে বোরো আবাদে শঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, গ্রাম দুটিতে বোরো আবাদের জন্য অগভীর নলকূপের কিছু প্রকল্প রয়েছে। প্রতিটি প্রকল্প বিদ্যুতায়িত হওয়ায় একটি ট্রান্সফরমারের অধীনে একটি করে বৈদ্যুতিক মিটার রয়েছে। গতকাল রাতে চোরের দল দুই গ্রামের সাতটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। সকালে জমির খোঁজ নিতে গিয়ে সবাই ট্রান্সফরমার চুরির বিষটি নিশ্চিত হন।

যাঁদের প্রকল্পের ট্রান্সফরমার চুরি হয়েছে তাঁরা হলেন, চরবিসা গ্রামের শরীফুল ইসলাম, বুদ্দু মিয়া, লাল মিয়া, ছানোয়ার হোসেন, মঙ্গল মিয়া এবং দরিবহর গ্রামের ময়নাল ও শরীফুল ইসলাম।

চরবিলসা গ্রামের কৃষক শরীফুল ইসলাম বলেন, ‘সকালে জমির খোঁজ নিতে গিয়ে ট্রান্সফরমার চুরির বিষয়টি নিশ্চিত হই। বোরো আবাদের আগমুহূর্তে ট্রান্সফরমার চুরি হওয়ায় আবাদ নিয়ে শঙ্কায় আছি।’

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জসীম উদ্দিন জানান, ট্রান্সফরমার চুরির খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে সমিতির নিয়মানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ট্রান্সফরমার চুরির বিষয়ে মির্জাপুর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান ডিজিএম জসীম উদ্দিন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ট্রান্সফরমার চুরির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এর আগেও এ ধরনের মামলায় ১০-১২ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত