মানিকগঞ্জ প্রতিনিধি
বিশেষ ক্ষমতা আইনে মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে শহরের বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর থানা সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই রাতে গ্রেপ্তার আসামি শহরের পশ্চিম দাশড়া এলাকার শহীদ তিতুমীর স্কুলের পাশে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে একটি গোপন বৈঠক করেন। বৈঠকে বিদ্যুৎ অফিসে হামলা, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ও নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টার পরিকল্পনা করা হয়।
এমন অভিযোগে পরের দিন বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন বলেন, ‘এ মামলায় চারজন নামীয় এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছিল। সেই সময়ের এজাহারে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক যুবদল নেতা মোস্তাক হোসেনের নাম উল্লেখ ছিল না।
আজ শুক্রবার ঢাকায় গণ সমাবেশকে বিঘ্নিত করতে এবং যুবদলের নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাসহ মনোবল দুর্বল করতে গায়েবি মিথ্যা ও বানোয়াট মামলায় কাজী মোস্তাক হোসেন দিপুকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ‘এজাহারে নাম না থাকলেও পরবর্তীতে তদন্তে মোস্তাক হোসেন দিপুর সম্পৃক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ দুপুরে আদালতে আসামিকে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গ্রেপ্তার বিষয়টি সত্য নয় বলে জানান তিনি।
বিশেষ ক্ষমতা আইনে মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে শহরের বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর থানা সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই রাতে গ্রেপ্তার আসামি শহরের পশ্চিম দাশড়া এলাকার শহীদ তিতুমীর স্কুলের পাশে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে একটি গোপন বৈঠক করেন। বৈঠকে বিদ্যুৎ অফিসে হামলা, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ও নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টার পরিকল্পনা করা হয়।
এমন অভিযোগে পরের দিন বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন বলেন, ‘এ মামলায় চারজন নামীয় এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছিল। সেই সময়ের এজাহারে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক যুবদল নেতা মোস্তাক হোসেনের নাম উল্লেখ ছিল না।
আজ শুক্রবার ঢাকায় গণ সমাবেশকে বিঘ্নিত করতে এবং যুবদলের নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাসহ মনোবল দুর্বল করতে গায়েবি মিথ্যা ও বানোয়াট মামলায় কাজী মোস্তাক হোসেন দিপুকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ‘এজাহারে নাম না থাকলেও পরবর্তীতে তদন্তে মোস্তাক হোসেন দিপুর সম্পৃক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ দুপুরে আদালতে আসামিকে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গ্রেপ্তার বিষয়টি সত্য নয় বলে জানান তিনি।
বিএনপি নেতা চৌধুরী আলম নিখোঁজের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে ১৮ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) চৌধুরী আলমের ছেলে আবু সাঈদ চৌধুরী চিফ প্রসিকিউটরের কাছে লিখিতভাবে এই অভিযোগ দেন।
২ মিনিট আগেআজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের কোটবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। বেলা সাড়ে ১১টায় অবরোধ শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা মহাসড়ক আটকে স্লোগান দিতে থাকেন। অবরোধে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারণে মহাসড়কে
৫ মিনিট আগেমাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে হওয়া মামলার আসামিদের পক্ষে কোনো আইনজীবী আইনি সহায়তা দেবেন না বলে জেলা আইনজীবী সমিতি ঘোষণা করেছে। আজ সোমবার সমিতির আয়োজনে এক মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর এ তথ্য জানান। সকালে জেলা জজ আদালতের সামনে মানববন্ধনে সমিতির শতাধিক সদস্য অংশ নেন।
১২ মিনিট আগেদ্রুত বিচারের মাধ্যমে ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর, যৌন নিপীড়ন বন্ধ ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে মিছিলটি শুরু হয়।
১৫ মিনিট আগে