Ajker Patrika

কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ১৫
কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে এক কিশোরীকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে রাজধানীর তুরাগ থেকে রুবেল হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এ সময় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে। র‍্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারজানা হক আজ রোববার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফারজানা হক বলেন, তুরাগের কামারপাড়ার চয়নী চারা এলাকা থেকে গতকাল শনিবার রাতে অপহরণকারীকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করা হয়। রুবেল হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া এলাকায়। 

সিনিয়র এএসপি ফারজানা হক বলেন, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ওই কিশোরীকে রুবেল তাঁর বান্ধবীর মাধ্যমে বাইরে নিয়ে আসেন। পরে সেখান থেকে অচেতন করে অপহরণ করেন। পরে কিশোরীর পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। কিন্তু কিশোরীর পরিবার টাকা দিতে রাজি না হলে রুবেল মেয়েটিকে হত্যার হুমকি দেন। সেই সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। পরে গত ২৬ জানুয়ারি কিশোরীর মা বাদী হয়ে তেঁতুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। 

পরবর্তীকালে গোপন তথ্যের ভিত্তিতে তুরাগের কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান সিনিয়র এএসপি ফারজানা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত