Ajker Patrika

দুর্যোগ মোকাবিলার সক্ষমতায় উচ্চ পর্যায়ে পৌঁছেছি: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্যোগ মোকাবিলার সক্ষমতায় উচ্চ পর্যায়ে পৌঁছেছি: মেয়র তাপস

দুর্যোগ মোকাবিলার সক্ষমতা অর্জনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন উচ্চ পর্যায়ে পৌঁছাতে পেরেছে বলে জানিয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ সোমবার নগর ভবনে দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্র, নগর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, নগর উপাত্ত কেন্দ্র, নিরাপত্তা ও অন্তর্জাল পরিচালন কেন্দ্র এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আজকের যে ৫টি কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষের উদ্বোধন করা হলো, এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জনে আমরা আজকে উচ্চ পর্যায়ে পৌঁছাতে পেরেছি। স্বচ্ছতার সঙ্গে এরই মধ্যে এই প্রকল্পের ৯৭ ভাগ কাজ বাস্তবায়ন হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকও এই প্রকল্প বাস্তবায়নে খুশি হয়েছে বলেও আপনারা শুনেছেন। এই প্রকল্পে খালি থাকা পদে দ্রুত জনবল নিয়োগ দেওয়া হবে।’

দুর্যোগ মোকাবিলার প্রসঙ্গ টেনে মেয়র শেখ ফজলে নূর তাপস আরও বলেন, ‘এখন যদি ভূমিকম্প হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা এর তাৎক্ষণিক তথ্য পেয়ে যাব। বন্যা, ঘূর্ণিঝড়সহ সব ধরনের তথ্য ও পূর্বাভাস পেয়ে যাব। আমাদের মাঠ, খোলা জায়গা, পানির প্রবাহ, কোরবানির বর্জ্য অপসারণসহ সব ধরনের কার্যক্রম এই পরিচালনা কেন্দ্র থেকে পরিচালনা করতে পারব। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। স্মার্ট নাগরিকের সব সেবা যাতে আমরা ডিজিটাল সেন্টারের মাধ্যমে দিতে পারি সে জন্য আমাদের কাজ চলমান রয়েছে। রাস্তা খনন করার সময় গ্যাস বা অন্য যে কোনো লাইন কোথায় আছে সে তথ্যও আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করতে পারব। ফলে যে কোনো দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।’ 

সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান মো. আবু তৈয়ব রোকন বলেন, এই প্রকল্পটি আরবান রিজিলিয়েন্স প্রকল্প-ডিএনসিসি পার্টটি বিশ্বব্যাংকের অর্থায়নে সিটি করপোরেশন বাস্তবায়ন করছে। এই ৫টি কেন্দ্র ও কক্ষের যাবতীয় তথ্য ও সহায়তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েবসাইট www.dscc.gov.bd এ গিয়ে পাওয়া যাবে। দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্রের মাধ্যমে দৈনন্দিন মাঠ পর্যায়ের কার্যক্রম সব তথ্য পাওয়া যাবে এবং এসব তথ্যের ভিত্তিতে কার্যক্রম পরিচালিত হবে।। নগর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। 

নিয়ন্ত্রণ কক্ষের +৮৮০-২২২-৩৩৮৬০১৪ এই নম্বরে ফোন করে যেকোনো অভিযোগ দাখিল ও সিটি করপোরেশনের যেকোনো তথ্যসেবা পাওয়া যাবে। নগর উপাত্ত কেন্দ্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কেন্দ্রীয় তথ্য ভান্ডার হিসেবে কাজ করবে। এই ডেটা সেন্টারের স্টোরেজ ক্যাপাসিটি ১২৮ টেরাবাইট (টিবি)। যা ৩০০০ টিবি পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। এই ডেটা সেন্টারে ১০০০ ড্রাইভ সাপোর্ট রয়েছে। নিরাপত্তা ও অন্তর্জাল পরিচালন কেন্দ্র থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট নেটওয়ার্ক ও নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হবে। আর নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সিসি টিভি ক্যামেরার মাধ্যমে নগর ভবনসহ সিটি করপোরেশনের সকল স্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত