দা, কুড়াল ও চাকুসহ মির্জাপুরে আরও তিন তরুণ গ্রেপ্তার 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৩, ১৮: ৫৩
আপডেট : ১৮ মে ২০২৩, ১৯: ০৯

টাঙ্গাইলের মির্জাপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে দা, কুড়াল ও চাকুসহ আরও ৩ তরুণকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার পুষ্টকামুরী ও বাওয়ার কুমারজানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দেশীয় বড় দুটি দা, একটি চাইনিজ কুড়াল, স্টিলের চেইন ও চাকু উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের ভাড়াটিয়া দেওভোগ গ্রামের ইরাজ আহমেদ (১৯), একই এলাকার শাকিল মিয়া (২৫) ও পুষ্টকামুরী গ্রামের সীমান্ত শিকদার (১৯)। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে থানা-পুলিশ মীর দেওহাটা গ্রাম একই গ্যাংয়ের সদস্য জাহিদুল ইসলাম বাবু (২৩), রাসেল মিয়া (২১) ও মেহেদী হাসানকে (২১) গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ছয় মাসে তরুণ ও কিশোর দলের হামলায় নবম শ্রেণি ও এসএসসির ২২ জন পরীক্ষার্থী এবং সদরের ব্যবসায়ীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। এদের মধ্যে বুধবার রাতে গ্রেপ্তার হওয়া ইরাজের বড় ভাই কাউছার আহমেদ জিএম ও সদরের সাইম হোসেনের নেতৃত্বে অধিকাংশ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, দা, কুড়াল ও চাকুসহ আরও ৩ তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত এই গ্রুপের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত