রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
কাক ডাকা ভোরে নরসিংদীর রায়পুরার মুছাপুর পাগলাবাজারে নিয়মিত বসে দিনমজুরদের হাট। এখানে শ্রমিকেরা আসেন সারা দিনের জন্য শ্রম বিক্রি করতে। হাট থেকে কৃষকেরা দরদাম মিটিয়ে শ্রমিকদের নিয়ে যান। অনেকে দূর দুরান্ত থেকে আসেন। চুক্তি মিটিয়ে শ্রমিক নিয়ে রওনা হন যানবাহনে।
আজ শুক্রবার ভোর ৬টার দিকে সরেজমিনে পাগলাবাজারের হাট ঘুরে এমন দৃশ্যই দেখা যায়। এ অঞ্চল সবজি এবং ধান চাষের জন্য পরিচিত। এখন চলছে আমনের ভরা মৌসুম। পাশাপাশি সবজি খেতের পরিচর্যার কাজ। তাই এখন শ্রমিকের চাহিদা ব্যাপক। প্রতিদিন কাজের সন্ধানে দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক শ শ্রমিক সমবেত হন এই হাটে। স্থানীয় কৃষকেরা চাহিদা মতো শ্রমিক নিয়ে যান।
উপজেলার মুছাপুর পাগলা বাজারের কৃষিশ্রমিক আবদুল কাদির (৩৫) বলেন, ‘নেত্রকোনা থেকে কাজের সন্ধানে নিয়মিত আসি। এখানে আমার মতো আরও অনেকে একটি ঘরে ২০ টাকা করে জনপ্রতি ভাড়ায় রাত্রি যাপন করি। প্রতিদিন কাজের সন্ধানে এই হাটে এসে দাঁড়াই। বর্তমানে চাহিদা কিছুটা কম। পাঁচশ টাকার কম বা একটু বেশিতে কাজে যেতে হচ্ছে। সকাল, দুপুর, বিকেলের খাবারসহ যাতায়াত খরচও গৃহস্থ দেয়।’
কৃষক হারুন বলেন, ‘সারা বছর ওই হাটে শ্রমিক পাওয়া যায়। আশপাশের কয়েক গ্রামের কৃষক এখান থেকে শ্রমিক নিতে ভিড় জমায়। ভোরে না আসলে শ্রমিক পাওয়া যায় না। হাটে এসে পাঁচশ টাকায় একজন শ্রমিক নিলাম।’
উপজেলার মেথিকান্দা, হাঁটুভাঙা, হাইরমরার, আমিরগঞ্জ, মরজাল বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি বাজারে প্রতিদিন কামলার হাট বসে। দৈনিক কয়েক হাজার শ্রমিক দৈনিক চুক্তিতে কাজে যান।
কাক ডাকা ভোরে নরসিংদীর রায়পুরার মুছাপুর পাগলাবাজারে নিয়মিত বসে দিনমজুরদের হাট। এখানে শ্রমিকেরা আসেন সারা দিনের জন্য শ্রম বিক্রি করতে। হাট থেকে কৃষকেরা দরদাম মিটিয়ে শ্রমিকদের নিয়ে যান। অনেকে দূর দুরান্ত থেকে আসেন। চুক্তি মিটিয়ে শ্রমিক নিয়ে রওনা হন যানবাহনে।
আজ শুক্রবার ভোর ৬টার দিকে সরেজমিনে পাগলাবাজারের হাট ঘুরে এমন দৃশ্যই দেখা যায়। এ অঞ্চল সবজি এবং ধান চাষের জন্য পরিচিত। এখন চলছে আমনের ভরা মৌসুম। পাশাপাশি সবজি খেতের পরিচর্যার কাজ। তাই এখন শ্রমিকের চাহিদা ব্যাপক। প্রতিদিন কাজের সন্ধানে দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক শ শ্রমিক সমবেত হন এই হাটে। স্থানীয় কৃষকেরা চাহিদা মতো শ্রমিক নিয়ে যান।
উপজেলার মুছাপুর পাগলা বাজারের কৃষিশ্রমিক আবদুল কাদির (৩৫) বলেন, ‘নেত্রকোনা থেকে কাজের সন্ধানে নিয়মিত আসি। এখানে আমার মতো আরও অনেকে একটি ঘরে ২০ টাকা করে জনপ্রতি ভাড়ায় রাত্রি যাপন করি। প্রতিদিন কাজের সন্ধানে এই হাটে এসে দাঁড়াই। বর্তমানে চাহিদা কিছুটা কম। পাঁচশ টাকার কম বা একটু বেশিতে কাজে যেতে হচ্ছে। সকাল, দুপুর, বিকেলের খাবারসহ যাতায়াত খরচও গৃহস্থ দেয়।’
কৃষক হারুন বলেন, ‘সারা বছর ওই হাটে শ্রমিক পাওয়া যায়। আশপাশের কয়েক গ্রামের কৃষক এখান থেকে শ্রমিক নিতে ভিড় জমায়। ভোরে না আসলে শ্রমিক পাওয়া যায় না। হাটে এসে পাঁচশ টাকায় একজন শ্রমিক নিলাম।’
উপজেলার মেথিকান্দা, হাঁটুভাঙা, হাইরমরার, আমিরগঞ্জ, মরজাল বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি বাজারে প্রতিদিন কামলার হাট বসে। দৈনিক কয়েক হাজার শ্রমিক দৈনিক চুক্তিতে কাজে যান।
চট্টগ্রামে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবীকে হত্যার ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদের আটক করে।
৩৬ মিনিট আগেরাজধানীর মুগদা এলাকায় কাভার্ডভ্যান ধাক্কায় সোলেমান মিয়া (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মুগদা আইডিয়াল স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দিই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে টঙ্গীর এরশাদনগর চানকির টেক এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেদেশের জনপ্রিয় ক্রীড়া সংগঠন আবাহনীর সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের খালাতো ভাই। নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নাটোর শহরের কান্দিভিটুয়ার নিজ বাড়ি থেকে সোহেল রেজাকে
২ ঘণ্টা আগে