Ajker Patrika

আশুলিয়ায় প্রতারকচক্রের সদস্য সন্দেহে ১১ জন আটক 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় প্রতারকচক্রের সদস্য সন্দেহে ১১ জন আটক 

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রতারকচক্রের সদস্য সন্দেহে জেনিথ ইসলামি লাইফ ইনস্যুরেন্সের ১১ কর্মীকে আটক করেছে র‍্যাব-৪। তাঁরা চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। আজ রোববার আশুলিয়া থানায় আসামিদের হস্তান্তর করে র‍্যাব। পরে আশুলিয়া থানা থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। এর আগে শনিবার বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মান্নান প্লাজায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন যশোর জেলার মনিরামপুর থানার বাহিরঘরিয়া গ্রামের রবিউল ইসলাম (৩৯), রংপুর মহানগরের হাজিরহাট থানার গোপীনাথপুর গ্রামের মাহমুদুর হাসান (২১), সাতক্ষীরার কালিগঞ্জ থানার তালিগ্রামের নাঈম হোসেন (১৯), কিশোরগঞ্জ সদর থানার ঝিনারাই গ্রামের আশরাফ আল মুল মুন্না (২০), নেত্রকোনার দুর্গাপুর থানার লক্ষ্মীপুর গ্রামের মিঠুন হাজং (২৫), পাবনার সুজানগর থানার মদুরাপুর গ্রামের আসাদ প্রামাণিক (২০), নিশ্চিতপুর গ্রামের জনি হোসেন (২১), কুড়িগ্রাম সদর থানার উত্তর কুমরপুর গ্রামের আনিসুর রহমান (২১), গাইবান্ধা সদর থানার চকচকা গ্রামের সাগর সরকার (২১), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রাজারামপুর গ্রামের আব্দুল হালিম (২৪) এবং ভোলা কানাইনগর থানার আলী আহম্মদ (২০)। 

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতারকচক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনে নিয়োগ দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করছিল। ১৫ হাজার টাকা বেতনে অফিস সহকারী পদে চাকরির কথা বলে তাঁরা আরিফ হাওলাদার (২১) নামের এক যুবকের কাছ থেকে প্রায় ২৪ হাজার টাকা নেন এবং তাঁকে জীবন বিমা প্রশিক্ষণের একটি টোকেন ধরিয়ে দেন। এর পর এক মাস অতিবাহিত হলেও তাঁকে বেতন দেওয়া হয় না। পরে তাঁরা প্রতারক চক্র বুঝতে পেরে তিনি র‍্যাবের কাছে একটি অভিযোগ করেন। এরপর তদন্তে নেমে র‍্যাব অভিযোগের সত্যতা পায়। এরপর অভিযান চালিয়ে জেনিথ ইসলামি লাইফ ইনস্যুরেন্সের থেকে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত রসিদ বই, বিভিন্ন নামের সিল, নিয়োগপত্র, প্রস্তাবপত্র, কার্টিজ পেপার, ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ টাকাসহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, ‘আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এ চক্রের মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত