Ajker Patrika

কালকিনিতে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ৪

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৯: ১০
কালকিনিতে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ৪

কুমিল্লায় কোরআন অবমাননার জেরে মাদারীপুরের কালকিনিতে তৌহিদী জনতার পুলিশের উপর হামলা মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার দুপুরে ব্যাপক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, পৌর এলাকার ভুরঘাটা বাসস্ট্যান্ডে গত শুক্রবার আসর নামাজ শেষে তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় পুলিশ তৌহিদী জনতাকে মিছিলে সাম্প্রদায়িক উসকানিমূলক স্লোগান বন্ধের নির্দেশ দেয়। কিন্তু নির্দেশ উপেক্ষা করে তারা মিছিল চালিয়ে গেলে এক পর্যায় থানা-পুলিশ ফাঁকা গুলি ছোড়েন।

এ সময় তৌহিদী জনতা ও পুলিশের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন থানার ওসি (তদন্ত) মো. নাসিরউদ্দিনসহ দুই পুলিশ সদস্য। পরে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসাপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানা-পুলিশ বাদী হয়ে অর্ধশতাধিক লোকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আজ শনিবার কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেলের নেতৃত্বে থানার এসআই হাসিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ জন হামলাকারীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাদ্দাম, রশিদ, মস্তফা ও রবিউল।

কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাত রাসেল জানান, পুলিশের কাজে বাঁধা প্রদান ও সংঘর্ষেও ঘটনায় ৫০ জনকে আসামি করে মামলা করা হয়। এ মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত