কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র দুই পাড়ার মানুষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচরের পূর্বপাড়া ও পশ্চিম পাড়ার লোকদের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানায়, শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচরের পশ্চিম পাড়া এলাকায় একটি ঈদগাহ মাঠ রয়েছে। এই মাঠে ঈদের নামাজ পড়ানো হয়। এ ছাড়া এই মাঠে পূর্ব ও পশ্চিম দুই পাড়ার ছেলেরা খেলাধুলা করে। কিন্তু তিন দিন আগে হঠাৎ মাঠে ফুটবল খেলা নিয়ে পূর্বপাড়া ও পশ্চিম পাড়া ছেলেদের মধ্যে ঝগড়া হয়। এর জেরেই পূর্বপাড়ায় রোববার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পশ্চিমপাড়ার জাকির বলেন, ‘ঈদগাহ মাঠে ফুটবল খেলা নিয়া ৩ দিন আগে দুই পাড়ার ছেলেদের মধ্যে হাতাহাতি হয়। এ নিয়ে পূর্বপাড়ার লোকদের সঙ্গে আমাদের এলাকার লোকদের উত্তেজনা চলছিল। আজ (রোববার) আমাদের পশ্চিমপাড়ার কামিনী বাড়ির জাকির পূর্বপাড়ায় গেলে তাকে একা পেয়ে পূর্বপাড়ার ছেলেরা মেরে দেয়। পরে এ নিয়ে আজ দুই পক্ষের মধ্যে আবার ঝামেলা হলে একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।’
পূর্বপাড়ার হান্নান বলেন, ‘তিন দিন আগে আমাদের পূর্বপাড়া ছেলেরা ফুটবল খেলতে পশ্চিম পাড়ার ঈদগাহ মাঠে যায়। মাঠে গিয়ে দেখি পশ্চিম পাড়ার ছেলেরা মাঠে খেলা করছিল। পরে আমরা ১ ঘণ্টার মতো অপেক্ষা করি। তারা খেলা শেষ করে চলে গেলে আমরা মাঠে খেলতে নামি। আমরা যখন খেলছিলাম তখন পশ্চিম পাড়ার ইয়াসিন ও শরীফ মাঠে এসে আমাদের খেলতে বাধা দেয়। খেলার মাঠটি পশ্চিম পাড়ায় হওয়ায় তারা আমাদের বলে এই মাঠ তাদের। আমরা যেন এখানে এসে না খেলি। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের এলাকার ছেলেদের কথা-কাটাকাটি হলে একপর্যায়ে আমাদের পূর্বপাড়ার শাহাদাত, মাসুদ ও নায়িমকে তারা মারধর করে। এ নিয়ে আমাদের এলাকার মুরুব্বিরা বিচার দিতে গেলে তারা তা না শুনে উল্টো আমাদের সঙ্গে আজ (রোববার) ঝগড়ায় লিপ্ত হয়।’
ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল জানান, সংঘর্ষে আহত আটজনকে উন্নত
চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ফুটবল খেলার মাঠ নিয়ে পূর্ব ও পশ্চিম এই দুই পাড়ার মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিশোরগঞ্জের ভৈরবে মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র দুই পাড়ার মানুষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচরের পূর্বপাড়া ও পশ্চিম পাড়ার লোকদের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানায়, শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচরের পশ্চিম পাড়া এলাকায় একটি ঈদগাহ মাঠ রয়েছে। এই মাঠে ঈদের নামাজ পড়ানো হয়। এ ছাড়া এই মাঠে পূর্ব ও পশ্চিম দুই পাড়ার ছেলেরা খেলাধুলা করে। কিন্তু তিন দিন আগে হঠাৎ মাঠে ফুটবল খেলা নিয়ে পূর্বপাড়া ও পশ্চিম পাড়া ছেলেদের মধ্যে ঝগড়া হয়। এর জেরেই পূর্বপাড়ায় রোববার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পশ্চিমপাড়ার জাকির বলেন, ‘ঈদগাহ মাঠে ফুটবল খেলা নিয়া ৩ দিন আগে দুই পাড়ার ছেলেদের মধ্যে হাতাহাতি হয়। এ নিয়ে পূর্বপাড়ার লোকদের সঙ্গে আমাদের এলাকার লোকদের উত্তেজনা চলছিল। আজ (রোববার) আমাদের পশ্চিমপাড়ার কামিনী বাড়ির জাকির পূর্বপাড়ায় গেলে তাকে একা পেয়ে পূর্বপাড়ার ছেলেরা মেরে দেয়। পরে এ নিয়ে আজ দুই পক্ষের মধ্যে আবার ঝামেলা হলে একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।’
পূর্বপাড়ার হান্নান বলেন, ‘তিন দিন আগে আমাদের পূর্বপাড়া ছেলেরা ফুটবল খেলতে পশ্চিম পাড়ার ঈদগাহ মাঠে যায়। মাঠে গিয়ে দেখি পশ্চিম পাড়ার ছেলেরা মাঠে খেলা করছিল। পরে আমরা ১ ঘণ্টার মতো অপেক্ষা করি। তারা খেলা শেষ করে চলে গেলে আমরা মাঠে খেলতে নামি। আমরা যখন খেলছিলাম তখন পশ্চিম পাড়ার ইয়াসিন ও শরীফ মাঠে এসে আমাদের খেলতে বাধা দেয়। খেলার মাঠটি পশ্চিম পাড়ায় হওয়ায় তারা আমাদের বলে এই মাঠ তাদের। আমরা যেন এখানে এসে না খেলি। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের এলাকার ছেলেদের কথা-কাটাকাটি হলে একপর্যায়ে আমাদের পূর্বপাড়ার শাহাদাত, মাসুদ ও নায়িমকে তারা মারধর করে। এ নিয়ে আমাদের এলাকার মুরুব্বিরা বিচার দিতে গেলে তারা তা না শুনে উল্টো আমাদের সঙ্গে আজ (রোববার) ঝগড়ায় লিপ্ত হয়।’
ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল জানান, সংঘর্ষে আহত আটজনকে উন্নত
চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ফুটবল খেলার মাঠ নিয়ে পূর্ব ও পশ্চিম এই দুই পাড়ার মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যানজট নিরসনসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘ ২২ বছর পরে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌর শহরের নিমতলা মোড়ে এই ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন ফুলবাড়ী...
২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় রাজধানীর মিরপুর থানায় করা দুই মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
১৬ মিনিট আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ধর্ষণ ও নিপীড়নবিরোধী গণপদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ ও নিপীড়নের বিপক্ষে এ আন্দোলন
১৯ মিনিট আগেঢাকায় এক দিনে গ্রেপ্তার করা হয়েছে ২৪৮ জন। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৮ মিনিট আগে