জাবি প্রতিনিধি
১৮ দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান ধর্ষণ ও নিপীড়নবিরোধী আন্দোলনে বিরতি দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর নতুন কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন সকাল ৯টা থেকে ‘এ’ ইউনিটের পরীক্ষা ৬টি পর্বে অনুষ্ঠিত হবে। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় হবে প্রথম পর্বে ‘সি-১’ ইউনিটের পরীক্ষা। পরে সকাল ১০টা ২৫ মিনিট থেকে ‘সি’ ইউনিটের বাকি পর্বের ভর্তি পরীক্ষা শুরু হবে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ও বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুই দিনে ৪ পর্ব করে ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ২টি পর্বে ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। পরে বেলা ১১টা ৫০ মিনিটে তৃতীয় পর্বে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষা হবে। ওই দিন শেষ দুই পর্বে হবে ‘ই’ ইউনিটের পরীক্ষা।
এ বিষয়ে ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটির আহ্বায়ক আ স ম ফিরোজ উল-হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে রাতে পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে। ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসের সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষার্থে আমরা বদ্ধপরিকর।’
এর আগে ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশের জঙ্গলে ছাত্রলীগ নেতাসহ (বহিষ্কৃত) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে বহিরাগত এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে ‘নিপীড়নবিরোধী মঞ্চ’ গঠন করেন বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা। পরে তাঁরা প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেন।
দাবিগুলো হলো–অছাত্রদের বের করে গণরুম বিলুপ্ত করা; নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা; যৌন নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির বিচার নিষ্পত্তিসহ ক্যাম্পাসে নানাবিধ অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় আনা।
দাবির মধ্যে আরও আছে ধর্ষণের ঘটনায় প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের অপরাধ তদন্ত করা এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত চলাকালে তাঁদের প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেওয়া; মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
এর মধ্যে গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনিকে বরখাস্ত করা হয়েছে। আর অছাত্রদের বের করার বিষয়ে প্রশাসন ৩০ কর্মদিবস সময় নিয়েছে।
প্রাথমিক তদন্ত শুরুর ১৪ মাস পর শিক্ষক নিয়োগের প্রলোভনে ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে বহিষ্কার হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনি। তিনি বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে ২০১৮ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন।
২০১২ সালে মাহমুদুর রহমান জনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এ ছাড়া ২০২২ সালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন। সে সময় তাঁকে নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী প্রক্টর থেকে অব্যাহতি দেওয়া হয়।
এর আগে ২০২২ সালের ৮ ডিসেম্বর একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জনির বিরুদ্ধে প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। পরে ২০২৩ সালের ৮ মার্চ অধিকতর তদন্তের জন্য স্পষ্টীকরণ কমিটি গঠন করা হয়। পরে প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট একই বছরের ১১ আগস্ট স্ট্রাকচার্ড কমিটি গঠন করে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বলেন, ‘তদন্ত কমিটির সুপারিশে সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে মাহমুদুর রহমান জনিকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক গঠিত স্ট্রাকচার্ড কমিটির তদন্ত প্রতিবেদন বিবেচনা করে দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ৪ (জ) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।’
বঙ্গবন্ধুর অবমাননায় বহিষ্কার হলেন দুই শিক্ষার্থী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ব্যঙ্গচিত্র অঙ্কনের ঘটনায় বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রীয় আইনে মামলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে ব্যঙ্গচিত্রে থাকা নারীর অবয়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পূর্বের প্রতিকৃতি মুছে ফেলার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা হয়েছে দাবি করে অনশনে বসেন শাখা ছাত্রলীগের সহসভাপতি এনামুল হক এনাম। ব্যঙ্গচিত্র অঙ্কনের পেছনে জড়িতদের শাস্তির দাবিতে তিনি প্রায় ৮৩ ঘণ্টা এক টানা অনশন করেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বলেন, ‘সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেয়ালে পূর্বে থেকে আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ফেলার ঘটনায় প্রত্নতত্ত্ব বিভাগের অমর্ত্য রায় ও ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলিকে এক বছর করে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রাষ্ট্রীয় আইনে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
১৮ দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান ধর্ষণ ও নিপীড়নবিরোধী আন্দোলনে বিরতি দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর নতুন কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন সকাল ৯টা থেকে ‘এ’ ইউনিটের পরীক্ষা ৬টি পর্বে অনুষ্ঠিত হবে। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় হবে প্রথম পর্বে ‘সি-১’ ইউনিটের পরীক্ষা। পরে সকাল ১০টা ২৫ মিনিট থেকে ‘সি’ ইউনিটের বাকি পর্বের ভর্তি পরীক্ষা শুরু হবে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ও বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুই দিনে ৪ পর্ব করে ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ২টি পর্বে ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। পরে বেলা ১১টা ৫০ মিনিটে তৃতীয় পর্বে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষা হবে। ওই দিন শেষ দুই পর্বে হবে ‘ই’ ইউনিটের পরীক্ষা।
এ বিষয়ে ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটির আহ্বায়ক আ স ম ফিরোজ উল-হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে রাতে পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে। ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসের সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষার্থে আমরা বদ্ধপরিকর।’
এর আগে ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশের জঙ্গলে ছাত্রলীগ নেতাসহ (বহিষ্কৃত) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে বহিরাগত এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে ‘নিপীড়নবিরোধী মঞ্চ’ গঠন করেন বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা। পরে তাঁরা প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেন।
দাবিগুলো হলো–অছাত্রদের বের করে গণরুম বিলুপ্ত করা; নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা; যৌন নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির বিচার নিষ্পত্তিসহ ক্যাম্পাসে নানাবিধ অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় আনা।
দাবির মধ্যে আরও আছে ধর্ষণের ঘটনায় প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের অপরাধ তদন্ত করা এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত চলাকালে তাঁদের প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেওয়া; মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
এর মধ্যে গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনিকে বরখাস্ত করা হয়েছে। আর অছাত্রদের বের করার বিষয়ে প্রশাসন ৩০ কর্মদিবস সময় নিয়েছে।
প্রাথমিক তদন্ত শুরুর ১৪ মাস পর শিক্ষক নিয়োগের প্রলোভনে ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে বহিষ্কার হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনি। তিনি বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে ২০১৮ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন।
২০১২ সালে মাহমুদুর রহমান জনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এ ছাড়া ২০২২ সালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন। সে সময় তাঁকে নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী প্রক্টর থেকে অব্যাহতি দেওয়া হয়।
এর আগে ২০২২ সালের ৮ ডিসেম্বর একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জনির বিরুদ্ধে প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। পরে ২০২৩ সালের ৮ মার্চ অধিকতর তদন্তের জন্য স্পষ্টীকরণ কমিটি গঠন করা হয়। পরে প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট একই বছরের ১১ আগস্ট স্ট্রাকচার্ড কমিটি গঠন করে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বলেন, ‘তদন্ত কমিটির সুপারিশে সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে মাহমুদুর রহমান জনিকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক গঠিত স্ট্রাকচার্ড কমিটির তদন্ত প্রতিবেদন বিবেচনা করে দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ৪ (জ) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।’
বঙ্গবন্ধুর অবমাননায় বহিষ্কার হলেন দুই শিক্ষার্থী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ব্যঙ্গচিত্র অঙ্কনের ঘটনায় বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রীয় আইনে মামলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে ব্যঙ্গচিত্রে থাকা নারীর অবয়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পূর্বের প্রতিকৃতি মুছে ফেলার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা হয়েছে দাবি করে অনশনে বসেন শাখা ছাত্রলীগের সহসভাপতি এনামুল হক এনাম। ব্যঙ্গচিত্র অঙ্কনের পেছনে জড়িতদের শাস্তির দাবিতে তিনি প্রায় ৮৩ ঘণ্টা এক টানা অনশন করেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বলেন, ‘সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেয়ালে পূর্বে থেকে আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ফেলার ঘটনায় প্রত্নতত্ত্ব বিভাগের অমর্ত্য রায় ও ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলিকে এক বছর করে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রাষ্ট্রীয় আইনে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে অপর্ণা চক্রবর্তী (২৩) নামের এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
১ ঘণ্টা আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
২ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৬ ঘণ্টা আগে