Ajker Patrika

ইনকিলাব মঞ্চকে ছবির হাটে থামিয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শহীদ মিনারের উদ্দেশে যাত্রা করলে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের বাধা দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা
শহীদ মিনারের উদ্দেশে যাত্রা করলে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের বাধা দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হয়েছিলেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট এলাকায় মিছিলটি আটকে দেয় পুলিশ। এ সময় তাঁরা সড়কে বসে পড়েন এবং শহীদ মিনারে অবস্থানরত বিভিন্ন বাম রাজনৈতিক দল ও সংগঠনকে পাঁচ মিনিটের মধ্যে শহীদ মিনার ত্যাগের আল্টিমেটাম দেন তাঁরা।

আজ শনিবার বেলা ১১টা থেকে শাহবাগ ও শহীদ মিনারে গণজাগরণ মঞ্চ ও বাম রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। অন্যদিকে, ইনকিলাব মঞ্চ এই কর্মসূচির বিরোধিতা করে পাল্টা কর্মসূচি ঘোষণা করে।

শাহবাগে গণজাগরণ মঞ্চের কোনো কার্যক্রম দেখা না গেলেও শহীদ মিনারে বাম রাজনৈতিক দল ও সংগঠনগুলো গণমিছিল স্থগিত করে সংক্ষিপ্ত সমাবেশ করে। তাঁদের সেখান থেকে হটানোর দাবিতে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা শাহবাগ থেকে শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে এগোতে থাকেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট এলাকায় পৌঁছালে পুলিশ তাঁদের বাধা দেয়।

এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদী বলেন, ‘শাহবাগ হলো ফ্যাসিবাদের আস্তানা। এই শাহবাগ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। তারা আয়নাঘর তৈরি করেছে এবং তারা এ দেশের ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার শত্রু। এ দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।’

এ সময় ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের যে ক্ষোভ ছিল, তা আপনারা প্রকাশ করেছেন। এখন অনুরোধ করব, আপনারা এখান থেকে একটু সরে গিয়ে যেখানে অবস্থান করছিলেন, জাদুঘরের সামনে ফিরে যান। যাতে যান চলাচল স্বাভাবিক থাকে এবং জনদুর্ভোগ সৃষ্টি না হয়। সিপিবির কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল ছিল, তবে তাঁরা তাঁদের মিছিল প্রত্যাহার করেছেন এবং শহীদ মিনারে সংক্ষিপ্ত কর্মসূচি শেষ করে সেখান থেকে চলে গেছেন। যেহেতু তাঁরা নেই, তাই জনদুর্ভোগ বাড়ানো উচিত নয়।’

শহীদ মিনারের উদ্দেশে যাত্রা করলে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের বাধা দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা
শহীদ মিনারের উদ্দেশে যাত্রা করলে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের বাধা দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ডিসির আশ্বাসের পর ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফিরে যান।

এদিকে, আয়োজকেরা দাবি করেন, কেন্দ্রীয় শহীদ মিনারে গণমিছিল কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ), বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল, পাহাড়ি ছাত্র পরিষদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ খেতমজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার হারাবে বাংলাদেশ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাবা, তোমরা আরও অন্তত পাঁচ-দশ বছর আমাদের নেতা থাকো: আসিফ নজরুল

আমাদের কথা শোনা বন্ধ করায় বিএনপির পতন শুরু হয়েছে: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত