Ajker Patrika

সাবেক চেয়ারম্যানের রোষানলে মুক্তিযোদ্ধা ও প্রবাসী পরিবার

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১২: ২৯
সাবেক চেয়ারম্যানের রোষানলে মুক্তিযোদ্ধা ও প্রবাসী পরিবার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পৈতৃক জমিতে সীমানা নির্ধারণ করতে গিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের রোষানলে পড়েছেন বীর মুক্তিযোদ্ধা ও আমেরিকাপ্রবাসী পরিবার। বর্তমানে ওই পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। এমনকি স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েও প্রতিকার মিলছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে।

ভুক্তভোগী ওই প্রবাসী ব্যক্তি হলেন উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে এস এম ফয়সাল আলম (৩৮)। তিনি দীর্ঘ ১৬ বছর যাবৎ পরিবার নিয়ে আমেরিকায় বসবাস করছেন। তাঁর পিতা আব্দুস সালাম একজন বীর মুক্তিযোদ্ধা। অভিযুক্ত স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল তাঁদের প্রতিবেশী।

ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার ৬৪ নম্বর কামারগ্রাম মৌজার ২১২ নম্বর দাগে ফয়সাল আলমের নামে ৫ শতাংশ পৈতৃক সম্পত্তি রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি ওই জমি বুঝে পেতে মাপজোক ও সীমানা নির্ধারণ করতে গেলে বাধা দেন এনামুল হাসান ও তাঁর ভাই মাহাবুবুল হাসান। এ সময় ওই প্রবাসী পরিবারকে হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেন। বিষয়টি নিয়ে গত ২০ ফেব্রুয়ারি ইউএনওর সহযোগিতা চায় ভুক্তভোগী পরিবারটি। পরে ইউএনও স্থানীয় চেয়ারম্যান মো. সাইফুল খানকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু ঘটনার দুই সপ্তাহ পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।

ভুক্তভোগী ফয়সাল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার বাবা এ দেশের জন্য যুদ্ধ করেছেন। কিন্তু আমরা আজ পরাধীনভাবে আছি। নিজেদের জমিতে যেতে পারছি না, কারও সহযোগিতা পাচ্ছি না। এমনকি দেশে ফিরে নিজেদের বসতঘরেও যেতে পারতেছি না।’ 
জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হাসান বলেন, ‘জমিটি আমাদের বাপ-চাচাদের। বর্তমানে ওর ভেতরে আমাদের জমি রয়েছে। তাঁরা আমিন দিয়ে মাপজোক করতে গেলে মনের মতো না হওয়ায় মেনে নিতে পারছে না। তাঁদের ওপর কোনো হামলা ও হুমকি-ধমকি দেওয়া হয়নি।’

বর্তমান ইউপি চেয়ারম্যান মো. সাইফুল খান বলেন, ‘তিন দিন আগে ইউএনও স্যারের একটি নোটিশ পেয়েছি। দ্রুত দুই পক্ষকে ডেকে সমাধানের মাধ্যমে মাপজোকের ব্যবস্থা করে দেওয়া হবে।’ ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, ‘অভিযোগের বিষয়ে ফাইলগুলো দেখে বলা যাবে। যদি কেউ বিষয়টি নিয়ে অভিযোগ দেয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত