Ajker Patrika

র‍্যাবের মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতির উন্নতি হয়েছে: মার্কিন আন্ডার সেক্রেটারি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
র‍্যাবের মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতির উন্নতি হয়েছে: মার্কিন আন্ডার সেক্রেটারি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতির উন্নতি হয়েছে। গত তিন মাসে যুক্তরাষ্ট্র এ উন্নতি দেখেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রসচিব পর্যায়ের ৮ম অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আর মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে দেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়। এবারের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে মার্কিন প্রতিনিধি দলকে বোঝানোর বিষয়টি গুরুত্ব পায়। আর মার্কিন পক্ষ থেকে মানবাধিকার ও নিরাপত্তা ইস্যুটিতে জোর দেওয়া হয়।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করলে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘বৈঠকে র‍্যাবের ইস্যুটি কঠিন ও জটিল বিষয় ছিল। যদিও খুব কম সময়ে তবে বিষয়টি নিয়ে অন্যান্য ইস্যুর পাশে আমরা আলোচনা করেছি। আপনারা জানেন যে র‍্যাবের কার্যক্রম, বিচারবহির্ভূত হত্যা, গুম নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। তবে গত তিন মাসে বিষয়গুলোতে আমরা পরিস্থিতির উন্নতি দেখেছি। পররাষ্ট্রসচিব বিষয়টি আজকে পরিষ্কার করেছেন। তবে বাংলাদেশ সরকার মানবাধিকার লঙ্ঘনের মত বিষয়গুলোতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। বাংলাদেশ জবাবদিহি ও বিচার নিশ্চিত করা নিয়ে কাজ করছে। বাংলাদেশ সরকারের পরিকল্পনা নিয়ে আজকে আমাকে একটি নথি দেওয়া হয়েছে। এ বিষয়ে একত্রে কাজ করব। কারণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নিরাপত্তা ও জঙ্গিবাদ বিরোধী সহযোগিতা কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ।’ 

এ সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, র‍্যাবের ও আমাদের কার্যক্রম নিয়ে আমরা একটি নথি দিয়েছি। যুক্তরাষ্ট্র বিষয়টি পর্যালোচনা করবে। এ বিষয়ে আমরা আমাদের আলোচনা বিভিন্ন বৈঠকে করতে থাকব। আশা করি এ বিষয়টির সমাধান হবে। 

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক কিভাবে জোরদার হবে জানতে চাইলে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, মানবাধিকার লঙ্ঘন ও মৌলিক আইনের লঙ্ঘন দেখে যুক্তরাষ্ট্র কখনই নিশ্চুপ থাকবে না। 

শনিবার বিকেলে ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। এ সময়ে হজরত শাহজালাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আজ রোববার সকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারি সংলাপে অংশগ্রহণ করেন। এরপর তাঁর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। 

আজ ভিক্টোরিয়া নুল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। আগামী সোমবার (২১ মার্চ) দুপুর ১২টায় ঢাকা ছাড়বেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত