Ajker Patrika

গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কৃষকের 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৩: ৫৭
গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কৃষকের 

টাঙ্গাইলের মির্জাপুরে পালিত গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু ট্রেনলাইনের মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আব্দুস সত্তর (৬২)। তিনি বাওয়ার কুমারজানী গ্রামের খোকা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার বলছে, কৃষক আব্দুস সত্তর প্রতিদিনের মতো তাঁর পালিত দুটি গরু নিয়ে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হন। গরু নিয়ে রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দেখে গরুগুলো দৌড়াতে থাকে। এ সময় গরুগুলো রক্ষা করতে গিয়ে গরুসহ নিজেই ট্রেনে কাটা পড়েন। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কৃষক আব্দুস সত্তরের।

পরিবারের সদস্যরা জানান, মাস দুয়েক আগে ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে মাঠে গেলে গরুগুলো ভিমরুলের আক্রমণের শিকার হয়। সেখানেও গরুগুলো রক্ষা করতে গিয়ে আব্দুস সত্তর নিজেও ভিমরুলের আক্রমণের শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

এ বিষয়ে মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুল ইসলাম বলেন, ‘গরুকে রক্ষা করতে গিয়ে গরুসহ ট্রেনে কাটা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে শুনেছি। পরে এলাকাবাসী তাঁর মরদেহ নিয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত